পাকিস্তানে ভারি বৃষ্টি, বন্যায় দুই দিনে ৩২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ২৩:০৬
পাকিস্তানের চারটি প্রদেশে গত দুই দিনে ভারী বৃষ্টিতে সৃষ্ট হঠাৎ বন্যায় ও ঘরবাড়ি ধসে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। জানিয়েছেন জরুরি বিভাগের কর্মকর্তারা ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, সেখানে শুক্রবার বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যুর পর শনিবার আরও দু’জনের মৃত্যু হয়েছে।
পিডিএমএ জানিয়েছে, ভারী বৃষ্টিতে প্রদেশটিতে ছয়টি বাড়ি পুরোপুরি ধসে পড়েছে এবং ৫০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার বেলুচিস্তান প্রদেশের যহোব এলাকায় এক পরিবারের তিন নারী ও এক বালিকা হড়কা বানে ভেসে যান। সিন্ধু প্রদেশের করাচি শহরে শনিবার প্রবল বৃষ্টির মধ্যে পৃথক দুটি দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়। ডন।