বিশ্বে ১ কোটি ৪০ লাখ মানুষ অকালমৃত্যুর ঝুঁকিতে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৫ | ০১:০৪ | আপডেট: ০২ জুলাই ২০২৫ | ১১:৪৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্রের তহবিল ব্যাপকভাবে কমানোর যে পদক্ষেপ নিয়েছেন, তাতে আগামী ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষের অকালমৃত্যু হতে পারে। গবেষকদের পূর্বাভাস, ‘এড়ানো সম্ভব’ এসব মৃত্যুঝুঁকিতে থাকা মানুষের এক-তৃতীয়াংশই শিশু।
চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত গবেষণাভিত্তিক প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার বিবিসি এ খবর জানায়। প্রতিবেদনের সহ-লেখক ডেভিড রাসেলা বলেন, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো ‘বিশ্বব্যাপী মহামারি বা একটি বড় সশস্ত্র সংঘাতের সঙ্গে তুলনীয়’ একটি ধাক্কার মুখোমুখি হচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত মার্চে জানান, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির সব কর্মসূচির ৮০ শতাংশেরও বেশি বাতিল করা হয়েছে। ট্রাম্প প্রশাসন এটাকে ‘অপব্যয়’ হিসেবে বিবেচনা করেছে। মার্কিন ধনকুবের ইলন মাস্কের তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ট্রাম্প প্রশাসনের সহায়তামূলক অর্থ ছাড় বন্ধ হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে আসছে মানবিক সংস্থাগুলো।
প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে বারবার বলেছেন, তিনি চান বিদেশি ব্যয় তাঁর ‘যুক্তরাষ্ট্র প্রথম’ নীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ হোক। বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের গবেষক রাসেলা এক বিবৃতিতে বলেন, ইউএসএআইডির তহবিল হ্রাস ‘দুর্বল জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে গত দুই দশকের অগ্রগতি হঠাৎ স্তিমিত হয়ে যাওয়ার, এমনকি উল্টো দিকে যাওয়ার ঝুঁকি’ তৈরি করেছে।
প্রতিবেদনে রাসেলা ও তাঁর সহযোগী গবেষকদের দাবি, ইউএসএআইডির তহবিল ২০০১ থেকে ২০২১ সাল– এ দুই দশকে উন্নয়নশীল দেশগুলোতে ৯ কোটিরও বেশি মানুষের (অকাল) মৃত্যু ঠেকিয়েছে। সে অনুযায়ী তারা ইউএসএআইডির যে ৮৩ শতাংশ সহায়তা কমানো হয়েছে, তার প্রভাব নিয়ে হিসাবনিকাশ করেন। এতে দেখা যায়, সহায়তা হ্রাসের ফলে ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখেরও বেশি মৃত্যুর শঙ্কা রয়েছে। প্রাণ যেতে পারে পাঁচ বছরের কম বয়সী ৪৫ লাখেরও বেশি শিশুর।
চলতি সপ্তাহে স্পেনের সেভিল শহরে জাতিসংঘের নেতৃত্বে শুরু হবে আন্তর্জাতিক সহায়তা সম্মেলন। এতে বিশ্বের কয়েক ডজন দেশের শীর্ষ নেতা যখন অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন দ্য ল্যানসেটে এ প্রতিবেদন প্রকাশ পেল। গত এক দশকের মধ্যে এটি এ ধরনের সবচেয়ে বড় সম্মেলন। তবে এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার সম্ভাবনা নেই।
বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা দেওয়া দেশ যুক্তরাষ্ট্র ৬০টিরও বেশি দেশে কাজ করেছে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য ৬৮ বিলিয়ন ডলার ব্যয় করেছে। এভাবে ইউএসএআইডি বিশ্বব্যাপী সহায়তা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। ট্রাম্প সহায়তা কমানোর পর যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলোও তাদের নিজস্ব হ্রাস নীতিতে যায়।
বিশ্বব্যাপী মানবিক সংস্থাগুলো এ পদক্ষেপের ব্যাপক নিন্দা জানিয়েছে। গত মাসে জাতিসংঘ বলেছে, তারা সবচেয়ে বড় তহবিল সংকটের মধ্যে রয়েছে।
- বিষয় :
- মৃত্যু
- অকালমৃত্যু
- ডোনাল্ড ট্রাম্প
- সহায়তা