সরকারি ভর্তুকি প্রত্যাহার করা হবে, মাস্ককে সতর্কবার্তা ট্রাম্পের

ফাইল ছবি: গার্ডিয়ান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৫ | ০৫:৩০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ওপর থেকে সরকারি ভর্তুকি উঠিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন। যদি এই ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়, তাহলে মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি। ট্রাম্পের এক সময়ের আস্থাভাজন এবং ‘প্রিয় পাত্র’ হিসেবে মার্কিন সরকারের কাছ থেকে বিপুল পরিমাণে ব্যবসায়িক ভর্তুকি পান মাস্ক।
মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, ‘ইলন যে পরিমাণ সরকারি ভর্তুকি নিচ্ছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে কেউ কখনও এত পরিমাণ ভর্তুকি পায়নি। যদি এই ভর্তুকি তিনি না পেতেন, তাহলে সম্ভবত এতদিনে তাঁকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতো। আর কোনো রকেট উৎক্ষেপণ, উপগ্রহ, অথবা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন নয় এবং আমাদের দেশ বিশাল অর্থ সাশ্রয় করতে পারবে। সম্ভবত আমাদের ডজের (যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় কমানো এবং কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি-সংক্রান্ত দপ্তর, এক সময় যেটির প্রধান ছিলেন মাস্ক) উচিত এটা ভালো করে দেখে নেওয়া? অনেক টাকা বাঁচাতে হবে!!!’
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, এই বিল দেশকে অনিয়ন্ত্রিত ঋণের পথে ঠেলে দিচ্ছে। আমরা একদলীয় দেশের বাসিন্দা এবং এখন সময় নতুন রাজনৈতিক দল গঠনের। যেটি সত্যিকার অর্থে সাধারণ মানুষের কথা বলে। নতুন রাজনৈতিক দলের একটি নামও প্রস্তাব করেছেন মাস্ক, ‘পোর্কি পিগ পার্টি’। খবর আলজাজিরা ও ফিন্যান্সিয়াল টাইমসের।