ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দিল রাশিয়া

তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দিল রাশিয়া

আফগানিস্তানে রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভ (বাঁয়ে) ও আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি (ডানে)। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫ | ১৯:৫৩

বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। মস্কোর পদক্ষেপকে স্বাগত জানিয়ে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, এটি একটি সাহসী সিদ্ধান্ত। মানবাধিকার লঙ্ঘন ও নারীবিদ্বেষী নীতির কারণে বিশ্বব্যাপী সমালোচনা সত্ত্বেও তালেবানের সঙ্গে  সম্পর্ক ছিন্ন করেনি রুশ সরকার। 

বৃহস্পতিবার কাবুলে রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে মুত্তাকির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আমরা বিশ্বাস করি, আফগান সরকারকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বিকাশের গতি ত্বরান্বিত হবে। এই সম্পর্কে জ্বালানি, পরিবহন, কৃষি এবং আবাসন খাতে বাণিজ্যিক ও অর্থনৈতিক ব্যাপক সম্ভাবনা রয়েছে। সন্ত্রাসবাদ ও মাদক চোরাচালান দমনে তালেবান সরকারের প্রতি সহায়তা অব্যাহত রাখবে ক্রেমলিন।

রাশিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুত্তাকি বলেছেন, তালেবান সরকারের বিষয়ে রাশিয়ার অবস্থান পরিবর্তনের ঘটনা অন্য দেশের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। এর মধ্য দিয়ে ইতিবাচক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা এবং গঠনমূলক যোগাযোগের এক নতুন দ্বার উন্মোচিত হলো।

২০২১ সালের আগস্টে ক্ষমতা দখল নেওয়ার পর থেকেই আন্তর্জাতিক স্বীকৃতির জন্য উঠে পড়ে লেগেছিল তালেবান সরকার। তবে এই গোষ্ঠী ক্ষমতায় আসার পর থেকেই মানবাধিকার লঙ্ঘন ও নারীবিদ্বেষী নীতির কারণে বিশ্বব্যাপী সমালোচনার পাত্রে পরিণত হয়েছে। সাবেক সরকারি কর্মকর্তাদের ওপর দমনপীড়ন, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতি চর্চার রাস্তায় বিঘ্ন সৃষ্টি করার মতো একাধিক পদক্ষেপ নিয়েছে তালেবান সরকার। সর্বশেষ দেশটিতে দাবা খেলা নিষিদ্ধ করার মাধ্যমে তরুণ প্রজন্মের ওপর আরও একটি বোঝা চাপিয়ে দেওয়া হয়। তবে সবকিছু ছাপিয়ে গেছে তাদের চরম নারী দমন নীতি।

তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশটির নারী ও কন্যাশিশুদের শিক্ষা ও জীবিকার ওপর এক গাদা নিষেধাজ্ঞা নেমে আসে। নারীদের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা আপাতত নিষিদ্ধ আছে। সর্বশেষ এক ঘোষণার মাধ্যমে নারীদের ওপর চরম অবমাননাকর এবং দমনমূলক এক আইন করে তালেবান সরকার। ওই আইন অনুযায়ী, জনসমক্ষে কোনো নারীর কথা বা হাসির আওয়াজ শোনা গেলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ। তবে এত চরম মানবাধিকার লঙ্ঘনের পরও তালেবানের সঙ্গে কখনও সম্পর্ক ছিন্ন করেনি রুশ সরকার। 

এএফপি জানায়, আফগানিস্তানে তালেবানের শাসনকে স্বীকৃতি দেওয়ায় রাশিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চীন। গতকাল বেইজিং আফগান জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ বৈদেশিক নীতি অনুসরণ করার অঙ্গীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে, চীন সর্বদা বিশ্বাস করে, আফগানিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বাদ দেওয়া উচিত নয়। 

আরও পড়ুন

×