ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এয়ার ইন্ডিয়ায় পাঁচ বছর পর্যন্ত বেতনহীন ছুটি!

এয়ার ইন্ডিয়ায় পাঁচ বছর পর্যন্ত বেতনহীন ছুটি!

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২০ | ০১:৪৮

কিছু কর্মকর্তা ও কর্মীকে পাঁচ বছর পর্যন্ত বেতনহীন ছুটি দেবে এয়ার ইন্ডিয়া। খরচ কমিয়ে লোকসান ঠেকাতে তারা এ উদ্যোগ নিয়েছে। বিভিন্ন আঞ্চলিক দফতরের কাছে নির্দেশ গেছে, যে কর্মীরা অসুস্থ, যাদের কর্মদক্ষতা কম বা সময় মতো যাদের পরিসেবা চেয়েও পাওয়া যায়নি, তাদের তালিকা পাঠাতে হবে। ঠিক হয়েছে, ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত এই সব বাছাই করা কর্মীদের বেতনহীন ছুটিতে পাঠানো হবে। সেই ছুটি ৫ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। খবর এনডিটিভির।

বহু দিন আগে থেকেই লোকসানে ধুঁকছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এআই। তার ওপর করোনার কারণে প্রায় দু’মাস দেশীয় ফ্লাইট বন্ধ থাকায় আর্থিক সঙ্কটে প্রায় দমবন্ধ অবস্থা। এই পরিস্থিতিতে সংস্থার পরিচালকের ওপর কর্মী-অফিসারদের ছুটিতে পাঠানোর দায়িত্ব দিয়েছে পরিচালন পর্ষদ। এর আগে একই পথে হেঁটে গো এয়ারও কর্মীদের বেতনহীন ছুটিতে পাঠিয়েছে।

এয়ার ইন্ডিয়ার লাভ আসে আন্তর্জাতিক ফ্লাইট থেকে। মার্চের ২২ তারিখ থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ। কবে চালু হবে জানা নেই। কেবল বিদেশে আটকা পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার কাজটা করতে গিয়ে কিছু আয় করেছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি।

আরও পড়ুন

×