ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিএলএকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণার দাবিতে জাতিসংঘে যাক পাকিস্তান, চায় চীন

বিএলএকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণার দাবিতে জাতিসংঘে যাক পাকিস্তান, চায় চীন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২০ | ০১:০৮ | আপডেট: ০৩ আগস্ট ২০২০ | ০১:২৪

আল কায়দা, তালেবান আর তাদের সহযোগী সংগঠনগুলোর মত পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মিকেও (বিএলএ) একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি নিয়ে পাকিস্তানকে জাতিসংঘে নিতে চায় চীন। এরই মধ্যে পাকিস্তান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চান- জাতিসংঘও বালুচদের জন্য স্বাধিকার অর্জনের লড়াইয়ে নিয়োজিত সংগঠনটিকে একইভাবে চিহ্নিত করুক।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরসহ (সিপিইসি) বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর (বিআরআই) আওতাধীন প্রকল্পগুলোর কাজ নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার জন্য চীন এ উদ্যোগ নিয়েছে। পাকিস্তান জাতিসংঘের নিরাত্তা পরিষদে এই বিষয়ে প্রস্তাব উত্থাপন করলে চীন তাতে সর্বান্তকরণে সমর্থন দেবে বলে পাকিস্তানকে আশ্বাস দিয়েছে। তবে বেইজিংয়ের এই প্রস্তাবে সাড়া দিচ্ছে না ইসলামাবাদ। তাদের ধারণা, বেলুচিস্তান সমস্যা তাদের অভ্যন্তরীণ সমস্যা। এটা নিয়ে জাতিসংঘে যাওয়া মানে বেলুচিস্তানের বিষয়টিকে পুরো দুনিয়ার আগ্রহের বিষয় হিসেবে আন্তর্জাতিক করে ফেলা। খবর হিন্দুস্তান টাইমসের।

কথিত ‘আয়রন ব্রাদার’দের মধ্যে পারস্পরিক বিষয়গুলোকে সমর্থন ও পাল্টা সমর্থনের  মধ্য দিয়ে একাত্মতার প্রকাশ ঘটলেও এই ব্যাপারটায় ইসলামাবাদ শীতল ভাব দেখাচ্ছে। এর আগে অবশ্য হংকংয়ে চীনা আধিপত্যবাদে পাকিস্তানের সমর্থন ও কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে দ্বৈরথে পাকিস্তানকে চীনের প্রশ্রয়ের মধ্য দিয়ে উভয় দেশের দারুণ সখ্যের  প্রকাশ দেখা গেছে। কিন্তু বেলুচিস্তান লিবারেশন আর্মিকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করার জন্য জাতিসংঘের দ্বারস্থ হওয়ার চীনা পরামর্শকে সহজভাবে নিতে পারছে না পাকিস্তান। তাদের মনোভাব, বেলুচিস্তান লিবারেশন আর্মিকে দমন ইমরান খান সরকারের সর্বোচ্চ এজেন্ডা হলেও এটাকে আন্তর্জাতিকীকরণের কোনো ইচ্ছেই তাদের নেই।

পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রক্রিয়ার ব্যবস্থার ওপর প্রভাব বিস্তারের জন্য দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করতে চান চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। গত সপ্তাহে হংকংভিত্তিক একটি শীর্ষস্থানীয় পত্রিকা এশিয়া টাইমস এমন মতামত প্রকাশ করেছে। বোঝাই যাচ্ছে, এই বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছে ইমরান খান সরকার।

পাকিস্তানের সঙ্গে চীনের অর্থনৈতিক সম্পর্ককে মেনে নিচ্ছে না বেলুচিস্তান লিবারেশন আর্মি। দুই দেশের অর্থনৈতিক কাজের প্রকল্পগুলো গড়ে উঠেছে বেলুচিস্তানেই। গত সপ্তাহে বেলুচিস্তানে পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালায় সেখানকার বিদ্রোহী সশস্ত্র বাহিনী। এই হামলায় সাতজন পাকিস্তানি সৈনিক মারা যায়।     

নিজেদের দেশের বেলুচিস্তানকে টিকিয়ে রাখাই ইসলামাবাদের কাছে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এমন পরিস্থিতিতে পরপর বেলুচ হামলায় জেরবার হয়ে যাচ্ছে দেশটি। প্রসঙ্গত, বেলুচরা নিজেদের স্বাধীনতা সংগ্রামী বলে অন্যদিকে পাকিস্তান সরকার তাদের জঙ্গি বলে উল্লেখ করে। কিন্তু তা সত্ত্বেও অর্থনৈতিক মিত্র চীনের পরামর্শে বিষয়টিকে সারা দুনিয়ার নজরে নিয়ে আসার কোনো কারণ খুঁজে পাচ্ছে না পাকিস্তান।

আরও পড়ুন

×