নাভালনিকে সম্ভবত বিষপ্রয়োগ করা হয়েছিল: চিকিৎসক

অ্যালেক্সি নাভালনি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২০ | ০১:৪৮ | আপডেট: ২৫ আগস্ট ২০২০ | ০২:০২
রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে ‘সম্ভবত বিষপ্রয়োগ করা হয়েছিল’ বলে জানিয়েছেন তার চিকিৎসায় নিয়োজিত বার্লিন হাসপাতালের চিকিৎসকরা।
এক বিবৃতিতে বার্লিনের শ্যারিটি হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, চিকিৎসা সম্পর্কিত প্রমাণ থেকে ধারণা পাওয়া গেছে, কোলনেস্টেরেইস ইনহিবিটরস গ্রুপের একটি উপাদানের মাধ্যমে নাভালিনকে বিষপ্রয়োগ করা হয়েছিল। খবর বিবিসির
তবে নাভালনিকে চিকিৎসাদানকারী রাশিয়ার চিকিৎসকরা বলেছেন, তার শরীরে এ উপাদানের উপস্থিতি ছিল না।
গত বৃহস্পতিবার নাভালনি একটি অভ্যন্তরীণ ফ্লাইটে করে রাশিয়ার সাইবেরিয়ার তমস্ক থেকে রাজধানী মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ওমস্ক বিমানবন্দরের ক্যাফেতে কাপ থেকে কিছু পান করছেন তিনি। এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। তার সমর্থকদের সন্দেহ, কাপের ওই চায়ে বিষাক্ত কিছু মেশানো হয়েছিলো।
ওমস্কে তার বিমানকে জরুরি অবতরণ করতে হয়। ওই শহরেরই একটি হাসপাতালে তাকে প্রথম চিকিৎসা দেওয়া হয়।
‘এনজিও সিনেমা অব পিস’ এর একটি মেডিকেল বিমানে করে নাভালনিকে পরে জার্মানিতে নিয়ে যাওয়া হয়।
জার্মান চিকিৎসক দলের পর দেওয়া সর্বশেষ বিবৃতিতে ওমস্কের চিকিৎসকরা বলেছেন, পরীক্ষায় নাভালনির শরীরে কোলনেস্টেরেইস ইনহিবিটরসের কোনো লক্ষণ তারা পাননি।
ওমস্কের হাসপাতালের উপ-প্রধান চিকিৎসক আনাতোলি কালিনিচেনকো জানান, রোগীর অবস্থা স্থিতিশীল। তবে বাইরে নিয়ে চিকিৎসা করানোর মতো শারীরিক অবস্থা নাভালনির নেই। এরপর অব্যাহত দাবির মুখে নাভালনিকে জার্মানি নেওয়ার অনুমতি দেয় রুশ প্রশাসন।
বিবৃতিতে জার্মানির চিকিৎসকরা বলেছেন, নাভালনির অবস্থা গুরুতর হলেও তার প্রাণ সংশয়ের আশঙ্কা নেই।
তারা বলেন, প্রকৃত উপাদানটি এখনও শনাক্ত হয়নি। পরীক্ষা শুরু হয়েছে। বেশ কয়েকটি পরীক্ষায় বিষের প্রভাবের প্রমাণ পাওয়া গেছে।
পরীক্ষাগুলোর ফলাফল এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি বলে বিবৃতিতে তারা জানিয়েছেন। নাভালনির স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জার্মান চিকিৎসক দল।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনি দেশটির বেশকিছু সরকারি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়ে আলোচনায় এসেছেন। সেজন্য বেশ কয়েকবার জেলও খেটেছেন তিনি।
- বিষয় :
- অ্যালেক্সি নাভালনি
- বিষপ্রয়োগ
- চিকিৎসক