ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

সাপ ও ছোট প্রাণীদের জন্য রাস্তা পারাপারে সেতু তৈরি করল ভারত

সাপ ও ছোট প্রাণীদের জন্য রাস্তা পারাপারে সেতু তৈরি করল ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০ | ০২:১৪ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ | ০৩:২৬

ভারতের পর্বতবেষ্টিত উওরাখণ্ড রাজ্যে সরীসৃপ ও অন্যান্য ছোট প্রাণীদের বনের ভিতর দিয়ে যাওয়া ব্যস্ত মহাসড়ক পারাপারের জন্য একটি সেতু তৈরি করেছে বন কর্তৃপক্ষ।

৯০ ফুট দৈর্ঘ্যের এই সেতুটির নাম রাখা হয়েছে ‘ইকো সেতু' । এটি বাঁশ, পাট ও ঘাস দিয়ে তৈরি করা হয়েছে। এটিই এ ধরনের প্রথম সেতু বলে দাবি করেছে স্থানীয় সংবাদমাধ্যম। খবর বিবিসির

উত্তরাখণ্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র নৈনিতালের পথে এই সড়কটিতে দ্রুতগামী গাড়ির নিচে চাপা পড়ে অনেক প্রাণী মারা যায়।

শেখর জোশী নামের এক বন কর্মকর্তা জানিয়েছেন, এই মহাসড়কে পর্যটকদের গাড়ির নিচে পড়ে বহু সরীসৃপ ও অন্যান্য প্রাণী মারা যায়।  এ কারণে প্রাণীদের চলাফেরা পর্যবেক্ষণের জন্য কর্মকর্তারা সেতুটির উভয় পাশে ক্যামেরা বসিয়েছেন।

সেতুটিই এখন নতুন পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। এর পাশ দিয়ে যাওয়ার সময় বহু পর্যটক গাড়ি থামিয়ে সেতুটির ছবি নিচ্ছেন ও সেলফি তুলছেন। সেতুটি দ্রুতই প্রাণীদেরও আকর্ষণ করতে সক্ষম হবে বলেই আশা করছেন বন কর্মকর্তারা।

একজন বন কর্মকর্তা বলেছেন, এটি একটি গভীর বন। হাতি, চিতা বাঘ, হরিণ, বনগরুর মতো প্রাণীও এই এলাকা দিয়ে চলাচল করে। দূর থেকেই চালকরা তাদের দেখতে পায়। চাইলে তারা গাড়ির গতি কমাতে বা গাড়ি থামিয়ে দিতে পারেন। কিন্তু সাপ, গিরগিটি, গুইসাপ বা কাঠবিড়ালির জন্য তারা এটা খুব কমই করেন।

বন কর্মকর্তারা আশা করছেন, আশপাশের ছোট প্রাণী ও সরীসৃপদের মধ্যে সচেতনতা তৈরি করতে এই সেতুটি ভূমিকা রাখবে। সেই সঙ্গে তাদের রক্ষা করতেও সহায়তা করবে।

আরও পড়ুন

×