ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কৃষক আন্দোলনে অবরুদ্ধ দিল্লিতে সংসদীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মোদির

কৃষক আন্দোলনে অবরুদ্ধ দিল্লিতে সংসদীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মোদির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০৯:৪২

ভারতের দিল্লিতে অনেকগুলো সংসদীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে ব্যয় হবে কমপক্ষে ২০০ বিলিয়ন রুপি। 

সমালোচকরা বলেছেন, এই মুহূর্তে সংসদীয় ভবন নির্মাণের চেয়ে কোভিড-১৯ প্রতিরোধে এবং মহামারি আক্রান্ত অর্থনীতিকে সচল করাটাই মুখ্য ব্যাপার হিসেবে বিবেচিত হতে পারত। তাদের মতে, পুরো অর্থটা খরচ হচ্ছে পুরোপুরি অনুৎপাদনশীল খাতে। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ৯০ লাখ ৭০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৪১ হাজার মানুষ।

এদিকে মোদি ও তার কৃষি সংস্কার এজেন্ডাকে বড় ধরণের চ্যালেঞ্জ করেছে ভারতের কৃষকরা। কয়েক হজার কৃষক নতুন কৃষি আইনের প্রতিবাদে এক সপ্তাহেরও বেশি সময় ধরে দিল্লি অবরোধ করে রেখেছেন। 

এ অবস্থার মধ্যেই বিশেষ করে পাঞ্জাব ও হরিয়ানা থেকে আগত কৃষকদের এই বিক্ষোভের মধ্যেই সংসদের জন্য নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভারতের হিন্দুত্ববাদী সরকার। 

আরও পড়ুন

×