ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাউথ জর্জিয়া দ্বীপে আঘাত হানবে বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ!

সাউথ জর্জিয়া দ্বীপে আঘাত হানবে বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ!

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০ | ০৮:৩৪

সাউথ জর্জিয়া দ্বীপের উপকূলে ভাসছে পৃথিবীর সবচেয়ে বড় আইসবার্গটি। যে কোনো সময়ে এর সঙ্গে সংঘর্ষ ঘটতে পারে দ্বীপটির। প্রায় ৩১ মাইল লম্বা আইসবার্গটির সঙ্গে দ্বীপটির সংঘর্ষ ঘটলে ঘটবে এক ভয়াবহ বিপর্যয়। মহাসাগরীয় স্রোত যদি আইসবার্গটিকে আরো উত্তরে নিয়ে যায়, তাহলে এ সংঘর্ষ অনিবার্য। 

আর এর প্রত্যক্ষ ফল হবে অসংখ্য পেঙ্গুইনের মৃত্যু। কারণ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই দ্বীপটি হচ্ছে অসংখ্য পেঙ্গুইন, সিলসহ অন্যান্য জলজ প্রাণীর চারণভূমি। খবর এনটিভির।

৬৫০ ফুট পুরু আর পানির ওপর মাত্র ১০ ভাগের ১ ভাগ দৃশ্যমান এই আইসবার্গ আয়তনে রোডস দ্বীপের চেয়েও বড়। ২০১৭ সালে এটি  অ্যান্টার্কটিক আইস  শেলফ থেকে পৃথক হয়ে যায়। তারপর ভাসতে ভাসতে এসে পৌঁছেছে বর্তমান অবস্থানে।

ব্রিটেনের বার্মিংহ্যাম ইয়ং ইউনিভার্সিটির সেন্টার ফর রিমোট সেন্সিংয়ের পরিচালক ডেভিড লং নজর রাখছেন আইসবার্গটির ওপর। তার বর্ণনানুসারে, আইসবার্গটির প্রতিটি প্রান্ত তীক্ষণ্মভাবে খাড়া। তিনি বলেন, এটা যদি কোনোভাবে দ্বীপটিকে আঘাত হানে, তাহলে এর পরিমাণ ভয়াবহ হবে। পুরো দ্বীপের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। কারণ দ্বীপ ও আইসবার্গ দুটোই প্রায় সমান আকৃতির। সংঘর্ষের ফলে সিল, পেঙ্গুইন, সি-বার্ড ও নীল তিমিসহ অসংখ্য প্রাণীর প্রাণহানি হবে।

আরও পড়ুন

×