ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দুই বছর পর ফের ইসরায়েলে তুরস্কের রাষ্ট্রদূত

দুই বছর পর ফের ইসরায়েলে তুরস্কের রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ০৬:৪৩ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ | ০৭:০২

ফের ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ইউরোপের একমাত্র মুসলিম রাষ্ট্র তুরস্ক। দুই বছর আগে অধিকৃত গাজায় ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে দেশটি থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছিল তারা। সোমবার আঙ্কারা ফের ইসরায়েলে নিয়োগ দেোয়া নিজেদের রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে। খবর আল জাজিরার।

নিয়োগপ্রাপ্ত নতুন রাষ্ট্রদূতের নাম ইউফুক উলুতাস। যুক্তরাষ্ট্রের সদ্য বিজয়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের জন্য তুরস্ক ইসরায়েলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন রাষ্ট্রদূত ইউফুক উলুতাস একজন চতুর ও মার্জিত ভদ্রলোক। তাছাড়া তিনি ফিলিস্তিনপন্থিও। ইরানবিশেষজ্ঞ এই ভদ্রলোক জেরুজালেমে হিব্রু বিশ্ববিদ্যালয়ে হিব্রু এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন। তবে তিনি কূটনৈতিক পেশার সঙ্গে জড়িত নন।

২০১৮ সালে তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার প্রতিবাদকালে ইসরায়েলি বিক্ষোভকারীদের ওপর নৃশংস হামলা চালায়। এর প্রতিবাদে তুরস্ক তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়।

এর আগে, ২০১০ সালে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনপন্থি তুর্কি কর্মীদের হত্যার প্রতিবাদে প্রথম বারের মতো তেলআবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল আঙ্কারা। তবে ২০১৬ সালে সম্পর্ক ফের পুনঃস্থাপিত হয়। আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্থাপনের পর এবার তুরস্ক ইসরায়েলের সঙ্গে তাদের ভাঙা সম্পর্ক পুনঃস্থাপনের পথে এক ধাপ এগোল।

আরও পড়ুন

×