ইতালি সরকারের বিরুদ্ধে মামলা করবে করোনায় মৃতের স্বজনরা

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০ | ০৯:৫১
ইতালিতে ক্ষতিপূরণ চেযে মামলা করতে যাচ্ছেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রায় ৫০০ জনের স্বজন। স্থানীয় কর্তৃপক্ষ, সরকার ও অন্যান্য পক্ষের বিরুদ্ধে মামলা করবেন তারা।
স্থানীয় সময় বুধবার ওই স্বজনরা ১০০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দাবিতে এই মামলার প্রস্তুতি নেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।
করোনায় মৃতের স্বজনরা জানান, রোমের আদালতে শিগগিরই তারা এ ব্যাপারে ইতালির প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও লোমবার্দির গভর্নরের বিরুদ্ধে অভিযোগ আনবেন।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। এরপর তা ছড়িয়েছে সারাবিশ্বে। ইতালিতে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে প্রায় ৭০ হাজার মানুষের।
করোনায় মারা যাওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত ‘আমারা আদালতে যাব’ নামের সংগঠনটি আদালতে যাওয়ার এই ঘোষণা দিয়েছে। গত এপ্রিলে গঠিত হয় এই সংগঠন।
এক বিবৃতিতে সংগঠটির সভাপতি লুসা ফুসকো বলেন, যাদের পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল কিন্তু করেননি; তাদের জন্য এই মামলাটি আমাদের পক্ষ থেকে বড়দিনের উপহার।
- বিষয় :
- করোনভাইরাস
- ইতালিতে করোনা