সব দেশেই টিকা রপ্তানির অনুমোদন আছে: সেরামের সিইও

আদর পূনাওয়ালা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২১ | ০৩:৩০ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ | ০৩:৩৩
ভারত থেকে সব দেশেই ভ্যাকসিন রপ্তানির অনুমোদন আছে বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী আদর পূনাওয়ালা।
এক সাক্ষাৎকারে টিকা রপ্তানি বিষয়ে তার বক্তব্য নিয়ে দু'দিন ধরে বিভ্রান্তি চলার পর মঙ্গলবার টুইট করে এ কথা জানান তিনি
টুইটে আদর পূনাওয়ালা লিখেছেন, জনসাধারণের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় আমি দুটি বিষয়ে স্পষ্ট ধারণা দিতে চাই; সকল দেশেই ভ্যাকসিন রপ্তানির অনুমোদন আছে, বর্তমানে সৃষ্ট যে কোনো ভুল ধারণা স্পষ্ট করতে ভারত বায়োটেকের সঙ্গে যৌথ বিবৃতি দেওয়া হবে।