ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কৃষক বিক্ষোভে হরিয়ানা রণক্ষেত্র, মুখ্যমন্ত্রীর সভা ভণ্ডুল

কৃষক বিক্ষোভে হরিয়ানা রণক্ষেত্র, মুখ্যমন্ত্রীর সভা ভণ্ডুল

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১ | ০৬:০৭ | আপডেট: ১০ জানুয়ারি ২০২১ | ০৬:৩০

ভারতের দিল্লিতে দুইমাস ধরে অবস্থান করছেন আন্দোলনরত কৃষকরা। বারবার ব্যর্থ হয়েছে কেন্দ্র ও কৃষক নেতাদের বৈঠক। 

কিন্তু এখনও এর কোনো  সুরাহা হয়নি। এর মধ্যেই  হরিয়ানার কারনালে মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের সফরকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে। 

কেন্দ্রের নতুন কৃষি আইনের সুফল সম্পর্কে বোঝানোর উদ্দেশে কারনাল সংলগ্ন কেমলা গ্রামের কৃষকদের নিয়ে একটি পঞ্চায়েত সভা ডেকেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। রোববার সেখানে পা রাখার  আগেই সেই পঞ্চায়েত ভণ্ডুল করতে গ্রামে ঢোকার চেষ্টা করেন কৃষি আইনবিরোধী বিক্ষোভরত কৃষকরা।

মোবাইলে ধারণ করা ভিডিও চিত্রে দেখা গেছে, তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। মুখ্যমন্ত্রীর কিষাণ মহাপঞ্চায়েত কর্মসূচি ঘিরে প্রায় ১৫০০ পুলিশ মোতায়েন ছিল। সাতটি নাকা পয়েন্টে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। কিন্তু কোনওরকমে সেই বেষ্টনী টপকে হেলিপ্যাডে ঢুকে পড়েন কৃষকরা। একপর্যায়ে তাদের ওপর কাঁদানে গ্যাসের পাশাপাশি জলকামান ব্যবহার করে পুলিশ। এই ঘটনায়  উত্তেজনা দেখা দিলে শেষ পর্যন্ত সভা বাতিল করতে বাধ্য হন হরিয়ানার মুখ্যমন্ত্রী।

তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সেপ্টেম্বরে পাশ হওয়া আইনের সপক্ষে হরিয়ানার মুখ্যমন্ত্রীর পঞ্চায়েতে বিশৃঙ্খলা আঁচ করে আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। গ্রামটিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। তবুও বিক্ষোভরত কৃষকদের গ্রামে ঢোকা রুখতে পারেনি হরিয়ানা পুলিশ।

আরও পড়ুন

×