ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিম, ক্ষমতা আরো সংহত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১ | ০৫:২২ | আপডেট: ১১ জানুয়ারি ২০২১ | ০৫:৩৮
শাসকদল ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দলের ছয়দিনব্যাপী সম্মেলনের শেষদিন তাকে ওই পদে মনোনীত করা হয়।
বিশ্লেষকরা মনে করছেন, এর মধ্য দিয়ে নিজের ক্ষমতাকে আরো মজবুত করলেন তিনি। তার বাবা কিম জং ইলও ছিলেন দলের আজীবন সাধারণ সম্পাদক। তার দাদা কিম্ ইল সুং ছিলেন আজীবন প্রেসিডেন্ট। রোববার দলের সেন্ট্রাল কমিটিতে নির্বাচনের মধ্য দিয়ে এই মনোনয়ন সম্পন্ন হয়। প্রার্থী অবশ্য কিম জং উন একাই ছিলেন। রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার এ খবর জানায়। খবর আল জাজিরার
উত্তর কোরিয়ায় এখন অর্থনৈতিক সমস্যা চলছে। করোনার কারণে প্রায় অচল হয়ে পড়েছে অর্থনীতির চাকা। এই ক্রান্তিকালেই নিজের দলের মধ্যে সর্বোচ্চ ক্ষমতাধারী হিসেবে আত্মপ্রকা্শ করলেন তিনি। রোববার পাঁচ বছর পর অনুষ্ঠিত ছয়দিন ধরে চলে সম্মেলন শেষে এ ঘোষণা দেওয়া হয়।
কিম জং উন অবশ্য এমনিতেই দল ও দেশের সর্বেসর্বা। ২০১৬ সালে তিনি দলের চেয়ারম্যান পদে অভিষিক্ত হন। তার বর্তমান নিয়োগটা অনেকটাই প্রতীকী। তার বাবা কিম জং ইলও দলের জেনারেল সেক্রেটারি হিসেবে সর্বময় ক্ষমতাধারী ছিলেন। ২০১৬ সালের আগে কিম জং উন ‘ফার্স্ট সেক্রেটারি’ ছিলেন।
২০১১ সালে বার মৃত্যুর পর ক্ষমতায় বসেন কিম জং উন। এর পর থেকে নিজের পথ নিষ্কণ্টক রাখার জন্য সম্ভাব্য সব প্রতিদ্বন্দ্বীকে কৌশলে সরিয়ে দিতে থাকেন। একই সঙ্গে চেয়ারম্যান অব দ্য স্টেট অ্যাফেয়ার্স কমিশন ও সুপ্রিম কমান্ডারের মতো পদগুলোও কুক্ষিগত করেন।
- বিষয় :
- কিম জং উন
- উত্তর কোরিয়া