ভারতে বিতর্কিত ৩ কৃষি আইনে স্থগিতাদেশ, কমিটি গঠনের নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১ | ০৩:৪০ | আপডেট: ১২ জানুয়ারি ২০২১ | ০৩:৫৭
বিতর্কিত তিন কৃষি আইনে ফের স্থগিতাদেশ জারি করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইনগুলি কার্যকর করা যাবে না।
সেইসঙ্গে কৃষি আইন পর্যালোচনায় মঙ্গলবার চার সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। খবর আনন্দবাজার পত্রিকার
তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রায় দু’মাস ধরে দিল্লি সীমানায় অবস্থান করে বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি না মানা পর্যন্ত তা চলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কৃষক সংগঠনগুলোর পক্ষ থেকে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রায়ে বলেছে, দিল্লি সীমান্তে বিক্ষোভ না করে রামলীলা ময়দানে কৃষকরা যাতে আন্দোলন চালাতে পারেন তার জন্য নয়াদিল্লির পুলিশ কমিশনারের কাছে অনুমতি চাওয়া হোক।
কমিটি গঠনের বিষয়ে আদালত জানিয়েছেন, কমিটি গঠনের সিদ্ধান্ত একটি বিচারবিভাগীয় প্রক্রিয়া। এর ফলে পুরো বিষয়টি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যেতে পারে।
- বিষয় :
- ভারত
- কৃষি আইন
- স্থগিতাদেশ