ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শপথের দিন আরো হামলার আশঙ্কা এফবিআইয়ের

শপথের দিন আরো হামলার আশঙ্কা এফবিআইয়ের

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১ | ০৮:২১ | আপডেট: ১২ জানুয়ারি ২০২১ | ০৮:৩২

যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ নেয়ার দিন আরো হামলার আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থা এফবিআই। গোয়েন্দা সংস্থাটি আভাস দিয়েছে ওয়াশিংটনসহ দেশের ৫০টি অঙ্গরাজ্যে হামলা চালানোর ছক কেটেছে ট্রাম্পের সমর্থকরা।  খবর হিন্দুস্তান টাইমসের।

প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে দেশজুড়ে উত্তজনার পারদ চড়ছে। আগামী ২০ জানুয়ারি বাইডেনের শপথ গ্রহণ ও দায়িত্বভার বুঝে নেয়ার দিন। ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর দিনটিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের ১৫ হাজার নিরাপত্তা রক্ষী মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৪ জানুয়ারি পর্যন্ত প্রশাসন পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। 

ন্যাশনাল গার্ড জানিয়েছে, ১৬ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ওয়াশিংটনকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখা হবে।

ন্যাশনাল গার্ড-এর প্রধান ড্যানিয়েল হোকানসন বলেছেন, আগামী শনিবারের মধ্যে ১০ হাজার সেনা পাঠানো হবে। নিরাপত্তা, পরিবহণ এবং যোগাযোগ ব্যবস্থার ওপর নজর রাখবে তারা। পরে আরও সেনা পাঠানো হবে।

নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য এসব নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না। তার মতে, ক্যাপিটল হিলের ভেতরে তেআ বটে, এমনকী বাইরে শপথ নিতেও আপত্তি নেই তার। সোমবার এক বিবৃতিতে জো বাইডেন এ কথা জানান। তিনি এবং ভাইস প্রেসিডেন্ট হিসেব কমলা হ্যারিস দুজনই ক্যাপিটল হিলের বাইরে শপথ নিতে পারেন বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, ক্যাপিটল ভবনের বাইরে শপথ নিতে তিনি মোটেও ভয় পাচ্ছেন না। তিনি এবং কমলা হ্যারিস দু'জনই ক্যাপিটল ভবনের বাইরে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে।

তবে গোয়েন্দাদের আভাসে খুব একটা কান দিচ্ছেন না নিরাপত্তা সদস্যরা। তারা এমনটা নিশ্চয়তা দিচ্ছেন যে, ক্যাপিটল হিলে হামলার পুনরাবৃত্তি আর ঘটবে না। ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় উগ্র ট্রাম্প সমর্থকরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।

এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচ জন প্রাণ হারিয়েছে।  ক্যাপিটলে তাণ্ডবের ঘটনায় ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলই নিন্দা জানিয়েছে।

আরও পড়ুন

×