ব্রাজিলে চীনা টিকার ট্রায়াল, কার্যকারিতা মিলল ৫০.৪%

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১ | ০৬:৫৪
চীনের সিনোভ্যাক বায়োটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ব্রাজিলে ট্রায়াল দেওয়া হয়েছে, এটি ৫০ দশমিক ৪ শতাংশ কার্যকরী বলে প্রমাণ পাওয়া গেছে।
গবেষকদের প্রকাশ করা তথ্যের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বুধবার এই তথ্য জানিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, প্রতিষেধকটি উপসর্গজনিত সংক্রমণ রোধে যে কার্যকারিতা দেখিয়েছে তাতে এর আগের কার্যকারিতা নিয়ে পাওয়া তথ্যের সঙ্গে অমিল রয়েছে। অনুমোদন পেতে হলে যে কোনও টিকা ৫০ শতাংশের বেশি কার্যকর হতে হয়।
করোনার সংক্রমণে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলোর মধ্যে ব্রাজিল একটি। এই দেশে সিনোভ্যাকসহ দুটি টিকা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
গত সপ্তাহে চীনা এ টিকার ট্রায়ালের আংশিক ফল প্রকাশ করা হয়েছিল। ব্রাজিলের গবেষকরা ওই সময় করোনা রোগীদের ক্ষেত্রে সিনোভ্যাকের টিকার ৭৮ শতাংশ কার্যকারিতা পান। তবে নতুন করে প্রকাশিত ফলাফল অনেকটাই হতাশ করেছে।
বিবিসি জানিয়েছে, এরই মধ্যে ইন্দোনেশিয়া, তুরস্ক ও সিঙ্গাপুরের মতো দেশ চীনের এই টিকা নেওয়ার জন্য চুক্তি করে রেখেছে।
ব্রাজিলে এই টিকার ট্রায়াল চালানো প্রতিষ্ঠান বুটেনটেন ইনস্টিটিউট বলছে, ‘মৃদু আক্রান্ত’ রোগীর ক্ষেত্রে এই টিকা টিকা ৭৮ শতাংশ কার্যকর। আর গুরুতর ক্ষেত্রে তা শতভাগ কার্যকর।
ব্রাজিল ছাড়াও সিনোভ্যাক বায়োটেকের টিকার ট্রায়াল চালানো হয়েছে বেশ কয়েকটি দেশে। একেক দেশ একেক ফল দিয়েছে এই টিকা।
- বিষয় :
- করোনার টিকা
- চীনা টিকা