শ্রীলংকা ও বাহরাইনে ৬ লাখ ডোজ টিকা উপহার ভারতের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১ | ০২:৫১
'ভ্যাকসিন মৈত্রী' কর্মসূচির আওতায় বৃহস্পতিবার শ্রীলংকা ও বাহরাইনে করোনভাইরাসের টিকা 'কোভিশিল্ড'-এর ছয় লাখ ডোজ উপহার পাঠিয়েছে ভারত। খবর ফিনেন্সিয়াল পোস্টের।
টিকার ডোজগুলো পাওয়ার পর শ্রীলংকার রাষ্ট্রপতি গোটবায়া রাজাপাকস এক টুইটে লিখেছেন, 'ভারতের পাঠানো পাঁচ লাখ ডোজ কোভিড-১৯ টিকা আজ (বৃহস্পতিবার) পেয়েছি। প্রয়োজনের এই সময়ে শ্রীলঙ্কার মানুষের প্রতি যে উদারতা দেখিয়েছেন সেজন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির জনগণকে ধন্যবাদ!'
এদিকে ভারত থেকে উপহার হিসেবে পাঠানো সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) তৈরি এক লাখ ডোজ কোভিশিল্ড টিকা পেয়েছে বাহরাইন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর এক টুইটে লিখেছেন, 'বাহরাইন মেড ইন ইন ইন্ডিয়ার টিকা গ্রহণ করেছে। এটি আমাদের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের সাক্ষ্য।'
প্রতিবেশীদের অগ্রাধিকার নীতি অনুযায়ী, ভুটান, মালদ্বীপ, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশে করোনার টিকা পাঠিয়েছে ভারত।
এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারত এখন পর্যন্ত প্রতিবেশী দেশগুলোতে ৫৫ লাখ করোনা টিকার ডোজ উপহার দিয়েছে।
- বিষয় :
- ভারতের উপহারের টিকা
- ভারতের টিকা