ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে গণপরিবহনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

যুক্তরাষ্ট্রে গণপরিবহনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

ছবি: রিপাবলিক ওয়ার্ল্ড ডটকম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১ | ০৮:০৬

যুক্তরাষ্ট্রে গণপরিবহনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার থেকে এ আদেশ কার্যকর হবে।

শুক্রবার দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এ আদেশ জারি করে। সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট থেকে কার্যকর বলে গণ্য হবে। খবর রিপাবলিক ওয়ার্ল্ড ডটকমের।

যুক্তরাজ্য থেকে উদ্ভূত নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে দেশটির মিশিগান ইউনিভার্সিটির ১৪ জন শিক্ষার্থী। সাউথ ক্যারোলাইনার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে দক্ষিণ আফ্রিকার ভাইরাসটিতে দুইজন আক্রান্ত হয়েছেন।

এদিকে করোনা সংক্রমণের তথ্য হালনাগাদ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের সর্বশেষ তথ্যে জানা যায়, এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৭৪০। মারা গেছেন ৪ লাখ ৫০ হাজার ৩৮১ জন।

এদিকে করোনার প্রকোপ অব্যাহত থাকায় এবং ভাইরাসটি নতুন রূপে প্রকাশ পাওয়ায় বিভিন্ন দেশ ভ্রমণের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। রোববার থেকে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশগুলোর সঙ্গে ভ্রমণ নিষিদ্ধ করে দিয়েছে। নতুন এই নীতির ফলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে ভ্রমণকারীরা ফ্রান্সে প্রবেশ করতে চাইলে তাদের করোনা ভাইরাস পরীক্ষায় নেগেটিভ থাকার প্রমাণ দিতে হবে।

জার্মানি অনেকগুলো আফ্রিকান, ইউরোপীয় এবং অন্যান্য দেশ থেকে ভ্রমণকারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে। দেশগুলো হচ্ছে ব্রাজিল, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকা। অবশ্য ওই দেশগুলো থেকে আসা জার্মান নাগরিকদের করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হলেও তাদের স্বদেশে প্রবেশ করতে দেয়া হবে।

আরও পড়ুন

×