আধঘণ্টা মাটির নিচে চাপা থেকেও বেঁচে গেলো যুবকটি!

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:০৭
মাটি কেটে কুয়ার মধ্যে পোড়ামাটির পাট বসানোর কাজ করা হচ্ছিল। প্রায় ২৫ ফুট নিচে নেমে সেই কাজ করছিলেন বাপ্পা বিশ্বাস নামের এক যু্বক। তিনি কিছু বঝে ওঠার আগেই হঠাৎই ধস নেমে একেবারে নিচে চাপা পড়ে যান ২৫ বছর বয়সী ওই যুবক।
স্থানীয় বাসিন্দারা জানানা, প্রায় আধঘন্টা মাটির নিচে চাপা ছিলেন ওই যুবক। যদিও দ্রুত তাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে পড়েন তার সঙ্গীরা। তারাই পাশ দিয়ে বেশ কিছুটা মাটি কেটে নিচে ঢুকে পড়েন। প্রায় আধাঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় ওই যুবককে। পরে তাকে স্থানীয় হাসপতাপালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, প্রথমে শরীরিক অবস্থা খারাপ থাকলেও এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি । ফুলিয়ার খামারপাড়ার অরবিন্দপল্লিতে বাড়ি বাপ্পা বিশ্বাসের।
মাটির নিচে এতক্ষণ চাপা থাকার পরও অবিশ্বাস্যভাবে বেঁচে ফিরেছেন যুবক। সোমবার ওই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার নতুন বুইচা এলাকায়।
তিন বছর আঘে নির্মাণ শ্রমিকের কাজে যোগ দেন বাপ্পা বিশ্বাস। ফুলিয়ার বালির গর্তের কাছে নতুন বুইচা এলাকার জয়ন্ত রায়ের বাড়িতে বাপ্পা অন্যদের সঙ্গে টয়লেটের কুয়ো কাটার কাজ পেয়েছিলেন। মূলত মাটি কেটে প্রায় ২৫ ফুট গর্ত করে তার মধ্যে পোড়ামাটির পাট বসানো হয়। পাশাপাশি একই ধরনের দু’টি কুয়া কাটা হয়। যদিও একটি কুয়ার মধ্যে পাট বসানোর কাজ সম্পন্ন হলেও অন্যটিতে মাটি কেটে গর্ত করার পর নিচে থেকে পাট বসানোর কাজ করছিলেন বাপ্পা। হঠাৎই ধস নামে। মাটির নিচে সম্পূর্ণ চাপা পড়ে যান বাপ্পা।
এ বিষয়ে বাড়ির মালিক জানায়, 'আমি কলপাড়ে পানি আনতে এসে দেখি, কুয়ার কাজ যারা করছিল, তাদের মধ্যে দু-তিনজন চিৎকার শুরু করেছে। আমার চোখের সামনে আরও কয়েকবার ধস নামে। মাটির নিচে প্রায় আধঘন্টা চাপা পড়েছিল ওই যুবক। এরপর অন্য শ্রমিকরা পাশ দিয়ে মাটি কেটে নিচে ঢুকে কোনওভাবে উদ্ধার করে আনে ওকে। অবিশ্বাস্য মনে হলেও, প্রাণে বেঁচে গিয়েছে ওই যুবক। আমি প্রথমে শান্তিপুর থানায় ফোন করে খবর দিয়েছিলাম। সেখান থেকে খবর দেওয়া হয় দমকলকে। যদিও ততক্ষণে ওই যুবকের সঙ্গীরাই তাকে উদ্ধার করে ওপরে নিয়ে আসে।'
বাপ্পার মামা মানিক সরকার বলেন, 'আমার ভাগ্নের সঙ্গে যারা কাজ করছিল, তাদের চেষ্টাতেই এ যাত্রায় ওকে আমি ফিরে পেয়েছি। ওরাই পাশ দিয়ে মাটি কেটে আমার ভাগ্নেকে উদ্ধার করেছে। ও মাটির নিচে চাপা পড়ে আটকে গিয়েছিল। দমকল আসার আগেই ওরা আমার ভাগ্নেকে উদ্ধার করেছে। বর্তমানে আমার ভাগ্নে সুস্থ রয়েছে।'
- বিষয় :
- মাটির নিচে চাপা