এইডস রোগীদের 'স্পার্ম ব্যাংক'

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০৮:৩০
এইডস আক্রান্ত ব্যক্তিদের শুক্রাণু সংগ্রহে নিউজিল্যান্ডে একটি প্রচেষ্টা হাতে নেওয়া হয়েছে; প্রাণঘাতী এই রোগে আক্রান্তরা ওই ব্যাংকে শুক্রাণু দান করতে পারবেন।
এইডস প্রতিরোধের উদ্দেশে আগামী পহেলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস সামনে রেখে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
এরই মধ্যে তিন এইডস রোগী এই ব্যাংকের সঙ্গে চুক্তি করেছেন। তিনটি দাতব্য প্রতিষ্ঠানের উদ্যোগে শুরু হওয়া 'স্পার্ম পজিটিভ'র উদ্দেশ্য হলো- আক্রান্তদের দ্বারা শারীরিক সম্পর্ক স্থাপন ও বাচ্চা জন্মদানের মাধ্যমে যেন আরও কারও মধ্যে এই রোগের জীবাণু ছড়িয়ে না পড়ে।
বিবিসি বলছে, এইচআইভি ভাইরাস কীভাবে মানুষের শরীরে সংক্রমিত হয়; আক্রান্তদের অসুস্থতা কিভাবে কমিয়ে আনা যায় তারও প্রচারণা চালাবে এই স্পার্ম ব্যাংক। স্থানীয় বিভিন্ন ক্লিনিকের সঙ্গেও একসাথে কাজ করবে তারা।
স্পার্ম ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্নকারী তিন ব্যক্তির একজন ড্যামিয়েন রুল নিল বলেন, আমার অনেক নারী বন্ধুকে দেখেছি এইচআইভি থাকা সত্ত্বেও তারা সন্তান জন্ম দিচ্ছে। বিজ্ঞান তো আমাদের এ থেকে সুরক্ষার উপায় দিয়েছে।
- বিষয় :
- নিউজিল্যান্ড
- স্পার্ম ব্যাংক
- এইডস