ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

৮৮ বছর বয়সে করোনাকে হার মানালেন মনমোহন

৮৮ বছর বয়সে করোনাকে হার মানালেন মনমোহন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১ | ০৬:১৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০২১ | ০৬:২৭

৮৮ বছর বয়সে করোনাভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। গত ১৯ এপ্রিল করোনায় আক্রান্ত হন তিনি। পরে তাকে দিল্লির এইমস হাসপাতালে নেওয়া হয়।

মাত্র ১০ দিনের ব্যবধানে বৃহস্পতিবার মনমোহন করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান। এর আগে ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছিলেন তিনি। 

দিন চারেক আগে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ৷ তারপর বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

গত ১৯ এপ্রিল করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পরে ওই দিনই দিল্লি এইমস হাসপাতালে ভর্তি হন মনমোহন সিং৷ তার অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে৷ কংগ্রেস নেতা-নেত্রীরাসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও মনমোহনের দ্রুত আরোগ্য লাভের কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন৷ সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×