ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

হো চি মিন শহরের সবার করোনা টেস্ট করবে ভিয়েতনাম

হো চি মিন শহরের সবার করোনা টেস্ট করবে ভিয়েতনাম

ছবি: গেটি ইমেজেস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২১ | ০৫:৪৮

ভিয়েতনামের হো চি মিন সিটিতে করোনার নতুন ধরন নিয়ে শঙ্কায় পড়েছে দেশটির সরকার। এই ধরন নিয়ন্ত্রণে শহরটির সবার করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি নতুন করে সামাজিক দূরত্বের বিধিও হো চি মিন সিটিতে প্রবর্তন করা হচ্ছে।

সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কর্তৃপক্ষ আশা করছে, হো চি মিন সিটির সব মানুষের পরীক্ষা ও সামাজিক দূরত্বের বিধি বলবৎ করার মাধ্যমে তারা করোনার নতুন ধরন নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে।

হো চি মিন সিটির একটি খ্রিষ্টান মিশন ঘিরে করোনার নতুন ক্লাস্টার শনাক্ত হওয়ার জেরে ভিয়েতনামের কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিতে তৎপর হয়েছে।

এর আগে করোনা নিয়ন্ত্রণে ভিয়েতনাম তুলনামূলকভাবে সফলতা দেখিয়েছে। কিন্তু কয়েক সপ্তাহ ধরে দেশটিতে করোনার সংক্রমণ বাড়ছে।

সম্প্রতি ভিয়েতনাম জানায়, তারা করোনার একটি ‘হাইব্রিড’ ধরন শনাক্ত করেছে। করোনার এই ধরন ‘খুবই বিপজ্জনক’।

ভিয়েতনামের কর্মকর্তাদের ভাষ্য, তাদের দেশে শনাক্ত করোনার নতুন ধরনটি ভারত ও যুক্তরাজ্যের ধরনের মিশ্রণ। এই ধরন বাতাসের মাধ্যমে দ্রুত ছড়াতে পারে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন থানহ লং বলেন, ভারত ও যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া করোনার দুটি ধরনের মিশ্র বৈশিষ্ট্য রয়েছে ভিয়েতনামে শনাক্ত ধরনটিতে। আগে শনাক্ত হওয়া করোনার ধরনগুলোর চেয়ে নতুন এই হাইব্রিড ধরন বেশি সংক্রামক, বিশেষ করে বাতাসে।

করোনাভাইরাস প্রতিনিয়ত পরিবর্তিত হয়। পরিবর্তিত হয়ে নিজের নতুন নতুন ধরন তৈরি করে। ২০২০ সালের জানুয়ারিতে করোনা শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত এই ভাইরাসের হাজারও মিউটেশন চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন

×