ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

করোনার ভারতীয় ধরনের নাম ‘ডেল্টা’

করোনার ভারতীয় ধরনের নাম ‘ডেল্টা’

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২১ | ২১:৩৯

করোনাভাইরাসের বিশেষ একটি ধরন ভারতকে বিপর্যস্ত করে দিয়েছে। এমনকি এটি ছড়িয়ে পড়েছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে। এতদিন এর কোনো নাম ছিল না; ভারতীয় ধরন হিসেবেই পরিচিত ছিল। এবার এর নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), যা হলো ‘ডেল্টা’।

সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। করোনার ভারতীয় ধরনের নতুন নামকরণের বিষয়ে ডব্লিউএইচওর কভিড বিষয়ক কারিগরি কমিটির প্রধান মারিয়া ফন কেরখোভ বলেছেন, করোনার শনাক্ত হওয়া ধরনের নাম নিয়ে কোনো দেশকে কলঙ্কিত করা উচিত নয়। ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার ধরনটির নাম এখন থেকে হবে ‘ডেল্টা’। তবে এর ফলে ধরনটির বৈজ্ঞানিক নামে (বি.১.৬১৭) কোনো পরিবর্তন আসবে না। বিজ্ঞানবিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ও গবেষণায় এটির বৈজ্ঞানিক নামটি ব্যবহৃত হবে।

জানা গেছে, গত বছরের অক্টোবরে ভারতে প্রথম করোনার এ ধরন শনাক্ত হয়। করোনার এ ধরন অতি সংক্রামক। দ্রুত একজনের কাছ থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে। মূলত এ ধরনের কারণে ভারতে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে।

আরও পড়ুন

×