করোনামুক্ত হয়ে বাড়িতে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব

ছবি: ফাইল
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২১ | ০৬:৫৫ | আপডেট: ০৯ জুন ২০২১ | ০৬:৫৭
করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। করোনা পরীক্ষায় ফল নেগেটিভ হওয়ায় গত ২ জুন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেন। কিন্তু দেখভালের সমস্যার জন্য বাড়ি না ফিরে কলকাতার সিআইটি রোডে একটি নার্সিং হোমে আইসোলেশনে ছিলেন।
বুধবার সেখান থেকে বাড়ি ফিরলেন বুদ্ধদেব। বুদ্ধদেবের সঙ্গে আইসোলেশনে ছিলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্যও। বিশেষ আইসিউতে অ্যাম্বুল্যান্সে করে বাড়ি ফেরেন তারা ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। তবে তাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে। নিয়মিত খোঁজ রাখতে বাড়িতে ৩ জন চিকিৎসক থাকছেন।
এর আগে গত ১৮ মে করোনা সংক্রমণ ধরা পড়ে বুদ্ধদেবের। এরপর বাড়িতেই চিকিৎসা চলছিল তার। ২৫ মে পরিস্থিতির অবনতি হলে তাকে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত ২ জুন করোনামুক্ত হয়ে সেখান থেকে ছুটি পান তিনি।