ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

অপারেশন থিয়েটারে ঢুকে গুলির পর নিজের মাথায় গুলি!

অপারেশন থিয়েটারে ঢুকে গুলির পর নিজের মাথায় গুলি!

হামলার সময় পুলিশের গাড়ির কাছে অবস্থান নেন হাসপাতালের কর্মীরা- সিএনএন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৭:৩৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৭:৪০

মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে হাসপাতালে ছয় রোগীকে গুলি করে হত্যার পর নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে এক বন্দুকধারী।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টার দিকে দেশটির অস্ত্রাভা শহরের একটি হাসপাতালে এ ঘটনা ঘটে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

অস্ত্রধারীর হামলায় ছয়জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরও দুইজন। হতাহত সবাই হাসপাতালের ভর্তি রোগী।

সিএনএন বলছে, হাসপাতালের অপারেশন থিয়েটারের মধ্যেই একজনকে গুলি করে বন্দুকধারী। গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ পর মৃত্যু হয় তার।

হাসপাতালের প্রধান জিরি হাভলেন্ট সাংবাদিকদের জানান, বন্দুকধারী হাসপাতালে খুব কাছ থেকে প্রত্যেক রোগীর মাথা ও ঘাড়ে গুলি করে।

সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, হামলাকারী নিজেও হাসপাতালটির একজন রোগী। কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী জ্যান হ্যামাচেক বলেন, হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পৌঁছায় পুলিশ ও উদ্ধারকর্মীরা।

তিনি জানান, গুলি করে রোগীদের হত্যার পর নিজের গাড়িতে গিয়ে নিজের বন্দুকের গুলিতে বিদ্ধ হয় হামলাকারী। পুলিশ তার গাড়ির কাছে পৌঁছানোর পরও প্রায় আধাঘণ্টা বেঁচে ছিল সে।




আরও পড়ুন

×