যুক্তরাষ্ট্রে আমাজন কর্মীদের পুরো বছর হোম অফিস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২১ | ০১:২৯ | আপডেট: ০৬ আগস্ট ২০২১ | ০১:৩১
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ায় দেশটিতে আমাজনের কর্মীদের ২০২২ সালের ৩ জানুয়ারি পর্যন্ত হোম অফিস করানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। এর আগে চলতি বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত কর্মীদের অফিসে না আনার সিদ্ধান্ত নিয়েছিল আমাজন। সম্প্রতি এক বিবৃতি দিয়ে এ সময় বাড়িয়েছে তারা।
বিবৃতিতে আমাজন জানায়, 'আমরা কোভিড-১৯ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে আসছি। আর এ অবস্থায় করপোরেট কর্মীদের জন্য আমরা আমাদের নির্দেশিকায় সামঞ্জস্য আনছি।' খবর বিবিসির।
অবশ্য আমাজনের 'ওয়ার্ক ফ্রম হোম নীতি' প্রযোজ্য করপোরেট ও কারিগরি কর্মীদের ক্ষেত্রে। কোম্পানিটির সিংহভাগ কর্মী গুদাম ও ডেলিভারির। আর এ দুই বিভাগের কর্মীদের নিয়মিত অফিস করতে হয়।
তবে শুধু আমাজন নয়, যুক্তরাষ্ট্রে অনেক কোম্পানিই তাদের কর্মীদের হোম অফিস করতে বলেছে। মার্কিন আর্থিক প্রতিষ্ঠান ওয়েলস ফার্গো, ব্ল্যাকরক, গুগল, ফেসবুক এবং টুইটার জানিয়েছে, তারা তাদের কর্মীদের অফিসে আনার তারিখ পিছিয়ে দেবে।