৬০ কোটি ডলার হাতিয়ে ২৬ কোটি ফিরিয়ে দিল হ্যাকাররা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২১ | ০২:৩৯
ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রার ইতিহাসে অন্যতম বড় চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে।
হ্যাকাররা ৬০ কোটি ক্রিপ্টোকারেন্সি ডলার চুরি করার পর তার প্রায় অর্ধেক ২৬ কোটি ডলার ফেরত দিয়েছে।
গত মঙ্গলবার ব্লকচেইন প্ল্যাটফর্ম পলি নেটওয়ার্ক টুইটারে ওই ক্রিপ্টোকারেন্সি হ্যাকারকে যোগাযোগের আহ্বান জানায়। খবর বিবিসির
এরপর ওই হ্যাকার একটি মেসেজ দিয়ে চুরি করা ক্রিপ্টোকারেন্সি ডলারের প্রায় অর্ধেক ফিরিয়ে দেয়। বার্তায় লিখে রাখে, ‘অর্থের প্রতি তেমন আগ্রহ নেই’।
গত বুধবার পলি নেটওয়ার্ক নিশ্চিত করেছে তারা চুরি যাওয়া ২৬ কোটি ক্রিপ্টোকারেন্সি ডলার ফেরত পেয়েছে।
টুইটারে পলি নেটওয়ার্ক জানিয়েছে, তিন ধরনের ডিজিটাল মুদ্রায় তারা ওই অর্থ পেয়েছে। ৩৩ লাখ ডলারের ইথেরিয়াম, ২৫ কোটি ৬০ লাখ ডলারের বিন্যান্স এবং ১০ লাখ ডলারের পলিগন নামের ক্রিপ্টোমুদ্রা।
তবে ওই হ্যাকারকে চিহ্নিত করা যায়নি। আদৌ এটি কোনও হ্যাকারের বার্তা কি না সে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
- বিষয় :
- ক্রিপ্টোকারেন্সি
- ডিজিটাল মুদ্রা
- চুরি