ইতালির রাজনীতিতে জনপ্রিয় হচ্ছেন মুসোলিনির নাতনি

র্যাচেল মুসোলিনি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১ | ০৫:৪৯ | আপডেট: ০৬ অক্টোবর ২০২১ | ০৫:৪৯
ইতালির ফ্যাসিবাদী একনায়ক বেনিতো মুসোলিনির নাতনি র্যাচেল মুসোলিনি রোমে সিটি হল নির্বাচনে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন।
বুধবার প্রায় চূড়ান্ত ফলাফলে এমনটাই আভাস পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রোম সিটি হল নির্বাচনে ৯৭ শতাংশের বেশি ভোট পেয়েছেন র্যাচেল। তিনি চরম ডানপন্থি রাজনৈতিক দল ব্রাদার্স অভ ইতালি পার্টি থেকে নির্বাচন করছেন।
এ নিয়ে দ্বিতীয় মেয়াদে সিটি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ৪৭ বছর বয়সী রাচেল মুসোলিনি।
ইতালির লা রিপাবলিকা পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে র্যাচেল বলেন, আমার মুসোলিনি পদবীর সঙ্গে আমার জনপ্রিয়তার কোনো সম্পর্ক নেই। এটা আসলে একটা গুরুভার। তবে আমার অনেক বামপন্থি বন্ধুও রয়েছেন।
মুসোলিনির প্রয়াত বাবা রোমানো ছিলেন একজন জ্যাজ পিয়ানোবাদক এবং অভিনেত্রী সোফিয়া লরেনের ভগ্নিপতি। তিনি ছিলেন বেনিতো মুসোলিনির চতুর্থ সন্তান।
ইতালীয় ওই স্বৈরশাসকের অন্য বংশধররাও রাজনীতিতে আছেন। এদের মধ্যে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য র্যাচেলের সৎ বোন আলেসান্দ্রাসহ অনেকেই।
রোববার ও সোমবার ইতালিতে স্থানীয় নির্বাচনে ডানপন্থি দলগুলো তুলনামূলকভাবে খারাপ করেছে। মিলান, নেপলস এবং বোলগনার মতো গুরুত্বপূর্ণ শহরে মেয়র পদে হেরেছে তাদের প্রার্থীরা।
রোমে ১৭ ও ১৮ অক্টোবরের নির্বাচনে ডানপন্থি প্রার্থী এনরিকো মিচেত্তি ও মধ্যবামপন্থি প্রার্থী রবার্তো গুয়ালতেইরির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
- বিষয় :
- ইতালি
- রোম
- মুসোলিনি
- র্যাচেল মুসোলিনি