ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

এবার হরিয়ানায় বিজেপি নেতার গাড়ির নিচে কৃষক

এবার হরিয়ানায় বিজেপি নেতার গাড়ির নিচে কৃষক

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১ | ০৯:৩৬ | আপডেট: ০৭ অক্টোবর ২০২১ | ০৯:৩৬

ভারতের উত্তরপ্রদেশের লাখিমপুর খেরির ঘটনার পাঁচ দিনের মধ্যে হরিয়ানায় তার পুনরাবৃত্তি ঘটেছে। বৃহস্পতিবার ওই প্রদেশের কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ নায়াব সাইনির গাড়ির নিচে পড়েন এক কৃষক। আন্দোলনকারীদের অভিযোগ, কৃষককে গাড়িচাপা দিতে চেয়েছিলেন বিজেপি নেতা। এদিন স্থানীয় নারাইনগড়ে কৃষকদের সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

এমন সময়ে নারাইনগড়ে এ ঘটনা ঘটল, ঠিক তার চার দিন আগে গত রোববার উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশিষ মিশ্র গাড়িচাপা দিয়ে চার কৃষককে হত্যা করেছেন বলে অভিযোগ ওঠে, যা নিয়ে দেশজুড়ে আন্দোলন চলছে। এ ঘটনায় কেন্দ্রীয় ওই মন্ত্রী ও তার ছেলের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধী নেতারা। এরই মধ্যে ওই ঘটনায় মামলা হলেও এখনও গ্রেপ্তার হননি মন্ত্রীপুত্র। ওই ঘটনার বিচার দাবি করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন উত্তরপ্রদেশের আইনজীবীরা। আগামীকালি শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালতে ওই আবেদনের শুনানি হবে। এরই মধ্যে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির আরেক এমপির বিরুদ্ধে উঠল নতুন অভিযোগ।

বৃহস্পতিবার সকালে কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ নায়াব সাইনি এবং স্থানীয় বিধায়ক সন্দীপ সিংহ আসছেন শুনে নারাইনগড়ের সাইনি ভবনের কাছে বিক্ষোভ দেখান কৃষকরা। উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে তিনটি কৃষি আইন করে কেন্দ্র। ওই আইন বাতিলের দাবিতে তার পর থেকে বছরব্যাপী আন্দোলন করে আসছেন কৃষকরা। বৃহস্পতিবারের বিষয়ে আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিক্ষোভের সময় আকস্মিকভাবেই কৃষকদের সমাবেশে ঢুকে পড়ে একটি গাড়ি। এ সময় ওই গাড়ির তলায় পড়ে যান এক কৃষক। পরে তাকে উদ্ধার করেন অন্য কৃষকরা। তাদের অভিযোগ, গাড়ি তাদের চাপা দিয়েছিল, তার মালিক বিজেপি সাংসদ নায়াব সাইনি। আহত কৃষকের দাবি, যে গাড়িটির তলায় তিনি চাপা পড়েছিলেন তাতে বসে ছিলেন ওই বিজেপি সাংসদ।

এর আগে গত রোববারও লাখিমপুর খেরিতে একই কায়দায় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়িচাপায় চার কৃষক নিহত হন। এরপর সহিংসতায় এক সাংবাদিকসহ আরও চারজন নিহত হন। এ ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশ দু'জনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত আশিস মিশ্র রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। গ্রেপ্তারকৃতরা হলেন- আশিস পাণ্ডে ও লবকুশ রানা। যারা মূলত আশিস মিশ্রের ঘনিষ্ঠ বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত আশিস মিশ্রকে তলব করা হয়েছে। তবে বৃহস্পতিবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে তল্লাশি চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এরই মধ্যে কৃষক হত্যার ঘটনায় বৃহস্পতিবার উত্তরপ্রদেশ সরকারের প্রতিবেদন তলব করেছেন সুপ্রিম কোর্ট। মূলত এর পরই ওই দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×