হাইতিতে ১৭ মার্কিন মিশনারিকে অপহরণ

ছবি: আল জাজিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১ | ০১:০৮ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ | ০১:০৮
হাইতিতে ১৭ জন মার্কিন খ্রিস্টান মিশনারিকে অপহরণ করা হয়েছে। অপহৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। শনিবার হাইতির রাজধানী পোর্ট- অ- প্রিন্সে এ ঘটনা ঘটে।
একটি অপরাধী গোষ্ঠীর সদস্যরা তাদের অপহরণ করেছে বলে হাইতির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, অপহরণের সঠিক কারণ সম্পর্কে এখনো জানা যায়নি তবে মিশনারিদের বিমানবন্দরের দিকে যেতে দেখা গেছে।
গত কয়েক দশকধরে রাজনৈতিক টানাপোড়েন চলছে হাইতিজুড়ে। আইনশৃঙ্খলার অবনতি দেশটিকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।
চলতি বছরের জুলাই মাসে, দেশটির সাবেক প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে তার বাড়িতে হত্যার পর আরও অশান্ত পরিস্থিতি সৃষ্টি হয় হাইতি জুড়ে। এই হত্যার কারণ এখনও রহস্যে ঘেরা।
- বিষয় :
- হাইতি
- মার্কিন খ্রিস্টান মিশনারি
- অপহরণ