উত্তর প্রদেশে মহাপঞ্চায়েতে ৬ দাবিতে হাজারো কৃষক

ভারতের কৃষক আন্দোলনের একটি চিত্র। ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২১ | ১০:৪০ | আপডেট: ২২ নভেম্বর ২০২১ | ১০:৪০
ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্নৌতে ছয় দফা দাবিতে পূর্বঘোষিত মহাপঞ্চায়েতে যোগ দিয়েছেন হাজার হাজার কৃষক। বিতর্কিত তিন কৃষি আইন বাতিল ঘোষণার আগে কৃষিপণ্যের ন্যূনতম নির্ধারিত মূল্যবৃদ্ধি, কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া, মামলা প্রত্যাহারসহ ছয় দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছিল ৪০টির বেশি কৃষক সংগঠনের জোট সংযুক্ত কিষাণ মোর্চা। সোমবার কৃষকদের ওই কর্মসূচি পালিত হয়। খবর এনডিটিভির।
গত বছর তিনটি কৃষি আইন হওয়ার পর থেকে রাজপথে আন্দোলন করছেন কৃষকরা। তাদের আন্দোলনের কাছে নতিস্বীকার করে গত শুক্রবার আইন তিনটি বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরও সোমবার পূর্বঘোষিত কর্মসূচি পালন করেন কৃষকরা। তারা বলেন, আইন আনুষ্ঠানিকভাবে বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
লক্ষ্নৌর ইকো গার্ডেনে আয়োজিত মহাপঞ্চায়েতে কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেছেন, ‘মনে হচ্ছে আইন তিনটি বাতিলের ঘোষণা দিয়ে কৃষকদের সঙ্গে কথা বলতে চাচ্ছে না সরকার। তাদের পরিষ্কার করা উচিত যে, তাদের শুভবুদ্ধির কারণে এসব আইন বাতিল করা হচ্ছে এবং আমাদের সঙ্গে কথা বলা, যাতে আমরা গ্রামে ফিরতে পারি।’
কৃষক নেতারা বলেছেন, সরকার যদি কৃষকদের ব্যাপারে আন্তরিক হয়, তাহলে আমাদের দাবি মানতে হবে।