ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

করোনাজয়ীদেরও ওমিক্রনে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে: ডব্লিউএইচও

করোনাজয়ীদেরও ওমিক্রনে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে: ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১ | ০০:৫৫ | আপডেট: ২৯ নভেম্বর ২০২১ | ০২:৩৫

করোনাভাইরাসের নতুন ধরন 'ওমিক্রন' নিয়ে প্রাথমিক তথ্য বিশ্লেষণের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ব্যক্তিদেরও নতুন এই ধরনে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

রোববার ডব্লিউএইচও এই তথ্য-উপাত্ত প্রকাশ করেছে। খবর এনডিটিভি ও দ্য হিন্দুর

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার 'ডেলটা' ধরনের চেয়ে 'ওমিক্রন' দ্রুত ছড়ায় কি না, তা এখনো পরিষ্কার নয়। তবে আরটি-পিসিআর পরীক্ষায় ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

সংস্থাটি বলেছে, করোনার নতুন ধরনে আক্রান্ত ব্যক্তিরা গুরুতর অসুস্থ হন কি-না, তা এখনো পরিষ্কার নয়। তবে দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি হাসপাতালে করোনা রোগী ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, সেখানে করোনার সার্বিক সংক্রমণ বাড়ছে।

আরও পড়ুন

×