‘বাংলাদেশ সীমান্তে ২৪৪ বার গুলি চালিয়েছে বিএসএফ, কমেছে গরু চোরাচালান’

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২ | ১০:৫৩ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ | ১০:৫৩
বাংলাদেশ সীমান্তে ২০২১ সালে ২৪৪ বার গুলি চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময়ে কমেছে গরু জব্দের ঘটনা।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
খবরে বলা হয়, সীমান্তে ২০২১ সালে মাত্র ২০ হাজার ৪১৫টি গরু জব্দ করা হয়। যেখানে ২০১৫ সালে জব্দ করা হয়েছিল এক লাখ ৫৩ হাজার ৬০২টি। ২০১৮ সাল ছিল টার্নিং পয়েন্ট। সে বছর গরু চোরাচালান আগের বছরের প্রায় অর্ধেকে চলে আসে, জব্দ হয়েছিল ৬৩ হাজার ৭১৬টি। ২০১৭ সালে জব্দ করা হয়েছিল এক লাখ ১৯ হাজার ২৯৯ জন। যা ২০১৯ সালে কমে দাঁড়ায় ৪৬ হাজার ৮০৯ জন।
ভারতে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে গরু রক্ষা ও এর চোরাচালান বন্ধে নানা পদক্ষেপ নিয়েছে।
এদিকে বাংলাদেশ সীমান্তে ২০২১ সালে ২৪৪ বার বিএসএফ প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে। যা ২০১৫ সালে ছিল ২১৯ বার ও ২০১৬ সালে ৩৫৫ বার। পরে ২০১৭ সালে ও ২০১৮ সালে গুলির ঘটনা কিছুটা কমে। যথাক্রমে এ দুই বছর সীমান্তে গুলির ঘটনা ঘটে ১৩৯ ও ৭৭টি।