ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হাইতির প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা

হাইতির প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা

হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২ | ২৩:২৮ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ | ২৩:২৮

হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরিকে হত্যার চেষ্টা করা হয়েছে। তার কার্যালয়ের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে এই চেষ্টা ব্যর্থ হয়েছে। খবর রয়টার্সের।

 এদিকে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বন্দুকধারী হাইতির প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। হাইতির গোনাইভের শহরের একটি গির্জায় এই ঘটনা ঘটে।

এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, গুলি শুরুর পর প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ও তার নিরাপত্তা দল গাড়ির দিকে ছুটছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দুর্বৃত্তদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।


আরও পড়ুন

×