ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বিয়ের অনুষ্ঠানে কুয়ায় পড়ে নিহত ১৩

বিয়ের অনুষ্ঠানে কুয়ায় পড়ে নিহত ১৩

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ২৩:১৬ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ০১:০৮

বিয়ের অনুষ্ঠান চলাকালে ভারতের উত্তর প্রদেশে কুয়ায় পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় হলুদ অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

পুলিশ জানায়, নিহতরা নারী ও শিশু। যারা ওই কুয়ার ওপর ধাতুনির্মিত স্ল্যাবের ওপর বসেছিলেন। পরে সেটি কুয়ার মধ্যে ধসে পড়ে।

কুশিনগর জেলার এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

পুলিশ আরও জানায়, স্ল্যাবটি ভেঙে যাওয়ার কারণে অতিথিরা কুয়ায় পড়ার পর সেখানে থাকা লোকজন দ্রুত তাদের উদ্ধারে এগিয়ে যান। ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দুই জনের।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনাকে ‘হৃদয়বিদারক’ হিসেবে অভিহিত করেছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী জোগী আদিত্যনাথ জেলা কর্তৃপক্ষকে নিহতদের পরিবারকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

×