আমরা অস্ত্র সমর্পণ করব না: জেলেনস্কি

ছবিটি টুইটারে পোস্ট করা জেলেনস্কির ভিডিও থেকে নেওয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ০০:৩৫ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ০৯:৩৮
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমি এখানেই আছি। আমরা অস্ত্র সমর্পণ করব না। আমরা আমাদের দেশকে রক্ষা করব।
টুইটারে পোস্ট করা এক ভিডিওতে জেলেনস্কি এসব কথা বলেন। খবর বিবিসির।
কিয়েভে একটি ভবনের সামনের সড়কে দাঁড়িয়ে নিজের করা ভিডিওতে তিনি ছড়িয়ে পড়া গুজব নিয়ে কথা বলেন।
গুজব ছড়িয়ে পড়েছে জেলেনস্কি নাকি ইউক্রেনের সেনাদের রাশিয়ার সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি সেনাদের অস্ত্র সমর্পণের নির্দেশ দিয়েছি— এমন অসংখ্য গুজব ছড়িয়ে পড়েছে অনলাইনে। প্রকৃত সত্য হলো, আমি এখানেই আছি। আমরা আমাদের অস্ত্র সমর্পণ করব না। আমরা আমাদের রাষ্ট্রকে রক্ষা করব।
বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে।