ইউক্রেন-রাশিয়া আলোচনার ভেন্যু প্রস্তুত, বলছে বেলারুশ

ছবি: বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ০১:২৩ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ০৯:৫৬
কিয়েভে মস্কোর আগ্রাসনের পঞ্চম দিনে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনার জন্য নির্ধারিত স্থান প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে বেলারুশ।
সোমবার বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর বিবিসির।
বেলারুশ জানিয়েছে, প্রতিবেশী দেশ ইউক্রেনে রাশিয়ার হামলার পঞ্চম দিনে মস্কো ও কিয়েভের প্রতিনিধি দলের মধ্যে শান্তি আলোচনার ভেন্যু প্রস্তুত করা হয়েছে।
ইতোমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার বাহিনীকে সহায়তায় ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন বলে খবর বের হয়েছে। এর পরও কিয়েভ ইউক্রেন-বেলারুশ সীমান্তে আলোচনার জন্য কূটনীতিকদের পাঠাতে সম্মত হয়েছে।
বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেলারুশে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে আলোচনার ভেন্যু প্রস্তুত করা হয়েছে। এখন আশা করা হচ্ছে— প্রতিনিধিরা দ্রুত যোগ দেবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সুন্দর করে সাজানো একটি বৈঠক কক্ষের ছবি শেয়ার করেছে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বেলারুশ, রাশিয়া ও ইউক্রেনের পতাকা দেখা যাচ্ছে।
বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আনাতোলি গ্লাজ বলেন, আলোচনার স্থানে প্রতিনিধিরা এলেই বৈঠক শুরু হবে।
এর আগে এ বৈঠক থেকে খুব বেশি কিছু আশা করছেন না বলে জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, যথারীতি, আমি এ বৈঠক থেকে কোনো সমাধান বের হয়ে আসবে তা বিশ্বাস করি না। তবে তাদের চেষ্টা করতে দিন।
গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে।
ইউক্রেনে রুশ হামলা পঞ্চম দিনে গড়ানোর মধ্যে পূর্ব ইউরোপের দেশটির বেশিরভাগ অঞ্চল থেকে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এতে দুই দেশেরই অসংখ্য সেনা-বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
এর প্রতিক্রিয়ায় ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে বহু দেশ নিজেদের আকাশসীমা ব্যবহারে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।