মুরাদনগরে নারী নির্যাতন
ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত ও ভিডিও দ্রুত অপসারণের নির্দেশ

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ১৯:০৮ | আপডেট: ২৯ জুন ২০২৫ | ২০:০৫
কুমিল্লার মুরাদনগরের ঘটনায় ভুক্তভোগী নারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ভুক্তভোগীর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে।
এ-সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন। রিটকারী আইনজীবী মীর এ কে এম নুরুন্নবী।
আদেশে আগামী ১৫ দিনের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি জানাতে বলা হয়েছে। আগামী ১৪ জুলাই এ মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন হাইকোর্ট। ওই দিন অগ্রগতি প্রতিবেদন জানাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্তসহপাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের।
কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খানের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ওই নারীকে নির্যাতন করার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— বাহেরচর পাচকিত্তা গ্রামের অনিক, সুমন, রমজান ও বাবু।
প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গত শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় ফজর আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই নারী। মামলার এজহারে তিনি বলেন, প্রায় ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তিনি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফজর আলী নামের এক ব্যক্তি তার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন।