ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

রানা প্লাজা স্মরণে বটতলার সাংস্কৃতিক সমাবেশ

রানা প্লাজা স্মরণে বটতলার সাংস্কৃতিক সমাবেশ

‘জতুগৃহ’ পথনাটকের দৃশ্য। ছবি: বটতলার সৌজন্যে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৫ | ২০:১২ | আপডেট: ০৯ মে ২০২৫ | ২০:১৬

সাভারের রানা প্লাজায় ঘটে যাওয়া হত্যাকাণ্ড স্মরণে ‘বটতলা’ শ্রমিকের অধিকার আদায়ের সপক্ষে আন্দোলনরত সাংস্কৃতিক সংগঠন, শিল্পী এবং সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সমাবেশ ‘কারখানা কেন বন্দিশিবির’ করেছে।  

গতকাল ৯ মে রায়ের বাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংস্কৃতিক সমাবেশে পথনাটক, প্রতিবাদী গান, কবিতা নিয়ে যুক্ত হয় বটতলার সুহৃদ শিল্পী সংগঠন ও বন্ধুরা। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এ আয়োজন। 

সামিনা লুৎফা নিত্রার লেখা ‘জতুগৃহ’ নাটকটির নির্দেশনা দিয়েছেন আলী হায়দার। এতে অভিনয় করেন ইমরান খান মুন্না, সামিনা লুৎফা, শারমীন ইতি, ইভান রিয়াজ, আশরাফুল অশ্রুসহ অনেকেই। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বটতলার শিল্পীরা। প্রতিবাদী গান পরিবেশন করেন রিশাদুর রহমান রিশাদ, লায়েকী বশীর, লোচন পলাশ, শারমীন ইতি, তাহি, রেওয়াজ। শেষ পর্বে ছিল ‘সমগীত’ এর পরিবেশনা।  

আয়োজকরা বলেন, ২৪ এপ্রিল ২০১৩ ধসে পড়ে রানা প্লাজা, সহস্র প্রাণ নিমেষেই লাশের স্তূপ! বেঁচে ফিরেছেন যারা, সেই বিভীষিকার স্মৃতি আজও তাড়া করে ফেরে। এই বৃত্তান্ত কি শুধুই রানা প্লাজার? এর আগে পরে এমন ঘটনাই ঘটেছে নানান কারখানায়। বন্দিশিবিরের মতো কারখানাঘরে বারবার বলি হয়েছে শ্রমিকের জীবন। 
শিল্পচর্চার মধ্য দিয়ে রানা প্লাজা, তাজরীন গার্মেন্টস, তুবা কিংবা যে কোনো কারখানায় ঘটে যাওয়া এসব কাঠামোগত হত্যাকাণ্ড সম্পর্কে সচেতনতা তৈরি, এসব হত্যাকাণ্ডকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত রুখে দিতে বটতলা সোচ্চার। এ লক্ষ্যেই হচ্ছে নানা সাংস্কৃতিক আয়োজন।   
 

আরও পড়ুন

×