ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

 বলয় নাটকের জোড়া মঞ্চায়ন

 বলয় নাটকের জোড়া মঞ্চায়ন

বলয় নাটকের দৃশ্য। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৫ | ১৯:৫৯ | আপডেট: ২৮ মে ২০২৫ | ২০:০০

বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যদল থিয়েটার আর্ট ইউনিটের ৪০ তম প্রযোজনা বলয়। নাটকটির জোড়া মঞ্চায়ন হবে আগামী ২৯ ও ৩০ মে বৃহস্পতিবার ও শুক্রবার বাংলাদেশ মহিলা সমিতি হলে সন্ধ্যা ৭ টায়। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন  মোকাদ্দেম মোরশেদ। 

বলয়ের কাহিনী গড়ে উঠেছে বৃত্তে আবদ্ধ মানব সত্ত্বার বৃত্ত ভাঙ্গার আকুতি এবং বাস্তবতার টানাপোড়েনকে ঘিরে।  নাটক টির কেন্দ্রীয় চরিত্র ত্রয় যথাক্রমে একজন রাজনীতি বিদ, একজন বিজ্ঞান চিন্তক এবং একজন আধ্যাত্ম তাত্ত্বিক। প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে যোগ্যতা বলেই প্রতিষ্ঠিত, সমাজ সংসারে আদৃত কিন্তু অন্তরাত্মায় একঘেয়েমির যাতাকলে নিষ্পেষিত। 

নিষ্পেষণের সর্বগ্রাসী দাবানল থেকে শীতল হতে, অন্তঃসারশূন্যতা থেকে সমৃদ্ধি  পেতে, শৃঙ্খলের গণ্ডি থেকে মুক্তি পেতে চরিত্র ত্রয়  একত্রিত হয় মনবিশ্লেষকের কাছে যথোপযুক্ত কাউন্সিলিং পেতে। সত্যিকার কাউন্সিলিং কি তারা পায়! সামাজিক -আর্থিক-রাজনৈতিক-আধ্যাত্মিক বলয় থেকে সত্যিই কি তাদের দিশা মেলে! যুক্তি - তর্ক-আস্থা-অনাস্থার খণ্ডন - বিখণ্ডের মাঝে দাঁড়িয়ে বলয় থেকে  নতুন বলয়ে প্রত্যাবর্তন নাকি স্ববলয়ে থেকে নিরন্তন অর্ন্তদহন এরকম অসংখ্য মানবাত্মার আকুতির দৃশ্য কল্পের রূপায়নের নাটক বলয়।

নাট্যকার নির্দেশিত নাটক বলয়ের নির্দশক মোকাদ্দেম মোরশেদ বলেন, চিত্রনাট্য সৃজন থেকে নাটক নির্মান পর্যন্ত যাত্রাপথটা বলয় থেকে বলয়ে অবগাহন  এবং উত্তরণ। এই অবগাহন  কখনো সাবলীল  আবার কখনো ঘূর্ণন।  আমাদের দল যেহেতু  অভিনেতা নির্ভর দল ফলে সামগ্রিক  নির্মানে যেমন সংলাপ নির্ভর অভিনয় কে প্রাধান্য দেওয়া হয়েছে  তেমনি নাটকের দ্বান্দ্বিকতার দৃশ্যকল্প আলো- আবহ এবং মঞ্চ সজ্জ্বার বিন্যাসে প্রতিফলিত করা হয়েছে।  থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়ক এবং প্রযোজনা অধিকর্তা কামরুজ্জামান মিল্লাত বলেন, এস এম সোলায়মানের ভাব ও আদর্শে প্রতিষ্ঠিত নাট্যদল সব সময় নাটকের মধ্যে দিয়ে  মানুষের কথা মানুষের সামনে বলেছে। নাটক বলয়ে মানব জীবনের সংকটকে চিনে নিয়ে সম্ভাবনার দুয়ার খোলার প্রচেষ্টা অব্যাহত।

নাটকটির আলোক পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী,  আবহে সেলিম মাহবুব, নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহমুদা হোসেন ভাবনা, নাহিদ সুলতানা লেমন, রানা সিকদার, রেজাউল আমিন সুজন, স্বাধীন শাহ্ , সেলিম মাহবুব, হাসনাত প্রদীপ সহ আরো অনেকে। 
বল

আরও পড়ুন

×