ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

মা হলেন অভিনেত্রী স্বাগতা

মা হলেন অভিনেত্রী স্বাগতা

জিনাত শানু স্বাগতা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫ | ১৩:৩৮ | আপডেট: ২২ জুন ২০২৫ | ১৩:৫৬

মা হয়েছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। থাইল্যান্ডের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা হওয়ার পর শনিবার রাতে ফেসবুকে একটি ছবি শেয়ার করে বিষয়টি জানিয়েছেন স্বাগতা নিজেই।

স্বাগতা লিখেছেন, বিশ্বে তোমাকে স্বাগতম। মরিয়ম সর্বজয়া সানু আজাদ। তার পোস্ট দেখে বোঝাই যাচ্ছে তার মেয়ের নাম রাখা হয়েছে মরিয়াম সর্বজয়া শানু আজাদ।

শুরুতে দেশের হাসপাতালের অধীনে চিকিৎসা নিলেও নরমাল ডেলিভারির সম্ভাবনা কম থাকায় চিকিৎসক ও হাসপাতাল বদল করেন। পরে চিকিৎসার জন্য থাইল্যান্ডে চলে যান।

সেখানে গিয়ে স্বাগতা বলেছিলেন, ‘আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি। বাংলাদেশের অনেক ডাক্তার বলেছেন আমি ভুল করছি, কিন্তু আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব যেন স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারি।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। লন্ডনপ্রবাসী হাসান একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার।

পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা ও পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী।

আরও পড়ুন

×