ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

তবে কি এ আর রাহমান-জে হোপকে একসঙ্গে দেখা যাবে

তবে কি এ আর রাহমান-জে হোপকে একসঙ্গে দেখা যাবে

এ আর রাহমান ও জে হোপ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ১৫:৩৬

পৃথিবীর অন্যতম জমকালো আয়োজন প্যারিস ফ্যাশন উইক। ফ্রান্সের রাজধানী ও ফ্যাশনের শহর প্যারিসে ২৪ জুন থেকে শুরু হওয়া এবারের আসরের পর্দা নেমেছে ২৯ জুন।

এবারের আয়োজনে লুই ভুঁতোর শোতে নতুন চমক নিয়ে হাজির হয়েছিলেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রাহমান। সেখানে তিনি তার পাঞ্জাবি গান ‘ইয়ারা’-এর প্রিমিয়ার করেন। মার্কিন সংগীত প্রযোজক ফারেল উইলিয়ামস ও রাহমান যৌথভাবে গানটি তৈরি করেছেন।

গানটিতে রয়েছে ভারতীয় ধ্রুপদি সুর, বাজনার সঙ্গে ফারেলের সিগনেচার ওয়েস্টার্ন গ্রুপ, সব মিলিয়ে তৈরি করেছে এক ইউনিক ফিউশন।

এরআর রাহমান এই গানটি নিয়ে বলেছেন, এটি তার ‘সাংস্কৃতিক সেতুবন্ধের নতুন প্রয়াস’। তবে এই গানটি নিয়ে বেশি আলোচনা এখন অন্য কারণে।

বিটিএস তারকা জে হোপ সামনের সারিতে বসে গানটি উপভোগ করেন। সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি রাহমান নিজেই তার ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছে সেটি। ভিডিওটি ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে। তারা আশা করছেন, দুজনকে একসঙ্গে দেখতে পারবেন তারা।

জে-জেড, বিয়ন্সে, ফিউচার, স্পাইক লির মতো অনেক তারকাই উপস্থিত ছিলেন প্যারিস ফ্যাশন উইকের এই আয়াজনে। তবে জে-হোপের দিকের ভক্তদের চোখ ছিল সবার। তাই রাহমান যখন ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেন, তখন থেকেই বিটিএস ফ্যানরা মন্তব্য করতে থাকেন, ‘হোবি (জে হোপ) এবং রাহমান কবে আসবেন?’

তবে দুজনকে একসঙ্গে বিশ্বসংগীতের মঞ্চে একসঙ্গে দেখা যাবে কিনা তা সময় ব্লে দেবে। কারণ তাদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বলা প্রয়োজন, জে হোপ সংগীত দুনিয়ার এক আলোচিত নাম। বিশেষকরে বিটিএস ভক্তরা তার গানে রীতিমতো মুগ্ধ। সম্প্রতি তিনি মার্কিন গায়ক মিগুয়েলের সঙ্গে ‘সুইট ড্রিমস’ গানটি প্রকাশ করেছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন

×