ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

হালুয়াঘাটে আগুনে পুড়ে ছাই ১২ দোকান

হালুয়াঘাটে আগুনে পুড়ে ছাই ১২ দোকান

ছবি: সমকাল

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ১০:১৪

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গরুবাজার মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার রাত দুইটার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে কয়েক কোটি টাকার মালামাল ও সম্পদ নষ্ট হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতের গভীরে হঠাৎ আগুনের শিখা দেখতে পান এলাকাবাসী। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই এই দুর্ঘটনার শুরু হতে পারে।

জানতে চাইলে ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মানিক মিয়া জানান, খবর পেয়ে হালুয়াঘাট ও ফুলপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত সাপেক্ষে বলা যাবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে।

আরও পড়ুন

×