ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ময়মনসিংহে অ্যাম্বুলেন্স-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহে অ্যাম্বুলেন্স-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ছবি:সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২০ জুন ২০২৫ | ২০:৫৫

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকার হিমালয় ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে হালুয়াঘাটগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ২ যাত্রী মারা যান। গুরুতর আহত ৪ জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান, নিহতদের মরদেহ বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান।

আরও পড়ুন

×