ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

টাঙ্গাইল শাড়িতে বসন্তদিনের সাজ

টাঙ্গাইল শাড়িতে বসন্তদিনের সাজ

টাঙ্গাইলের তাঁতের শাড়ির ওপর ব্লক ও অন্যান্য নকশা; ছবি: রঙ বাংলাদেশ

রিক্তা রিচি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:৫৫ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:২৩

এই শুনছো, বসন্ত এসে গেছে! এবার যে নব ফাল্গুনের নব সাজে নিজেকে রাঙানোর পালা। এই ভালোবাসাময় বসন্তের দিনটি প্রেমিক-প্রেমিকা, নববিবাহিত দম্পতিসহ সবার জন্যই গুরুত্বপূর্ণ। এদিনের সাজপোশাকে চিরায়ত রূপ-নকশার পাশাপাশি বৃত্তের বাইরের রঙও প্রাধান্য পেতে পারে। অর্থাৎ লাল, হলুদ, কমলা, বাসন্তী রঙের পাশাপাশি প্রাধান্য দিতে পারেন সাদা, সবুজ, লেমন, খয়েরি রঙকেও। এ দিনে গায়ে জড়িয়ে নিন টাঙ্গাইল শাড়ি। টাঙ্গাইলের তাঁতে বোনা শাড়ি আপনার বসন্ত উতসবকে আরও রাঙিয়ে দেবে। হাফসিল্ক, সিল্ক, জ্যাকার্ড কটন কিংবা সুতি- যেকোনো শাড়িতেই সেজে নিন মনের মতো করে। টাঙ্গাইল শহর, বাজিতপুর, করটিয়া হাটের শাড়ি আপনি পেয়ে যাবেন ঢাকায় বসেই। আজকাল দেশীয় ফ্যাশন হাউজগুলো টাঙ্গাইলের তাঁতের শাড়ির ওপর ব্লক ও অন্যান্য নকশা করে নবরূপে বিক্রয় করছেন। এতে টাঙাইলের খুব সাধারণ তাঁতের শাড়িটি হয়ে উঠছে অনন্য।- এমনটাই জানিয়েছেন রঙ বাংলাদেশের স্বত্ত্বাধিকারী সৌমিক দাস।

অফিস, বন্ধুদের সঙ্গে ঘুরাঘুরি, ফ্যামিলি ডে উদযাপন, প্রেমিকের সঙ্গে লং ট্যুর যেখানেই যান না কেন, সঙ্গী করুন টাঙ্গাইলের প্রিন্ট ও ফুলেল নকশা, বুটিদার, জ্যামিতিক নকশা কিংবা ছাপাহীন শাড়িকে। সাজে কিন্তু ভিন্নতা থাকতে হবে। নয়তো ভুল মেকআপ ও একটু বেখেয়ালিপনার কারণে অস্বস্তিতে পড়তে হবে।

স্নিগ্ধ সকালে বসন্তের সাজ:
একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি--
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী।
কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা,
তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি॥ –রবীন্দ্রনাথ ঠাকুর

ভালোবাসাময় বসন্ত দিনের সকালের সাজ স্নিগ্ধ হওয়া চাই। এমনটাই জানিয়েছেন শোভন’স মেকওভারের স্বত্বাধিকারী ও কসমেটোলজিস্ট শোভন সাহা। তিনি জানান, সকালে মুখ স্ক্রাব করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ময়েশ্চাইরাজার লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে সানস্ক্রিন লোশন বা ক্রিম লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। এতে ত্বকের সঙ্গে ভালোভাবে মিশবে। যদি অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নেন তাহলে প্রাইমার লাগানোর পর বিবি ক্রিম লাগিয়ে নিন। এতে ত্বকের বেস-মেকআপ খুব ভারি হবে না। চোখের নিচের কালো দাগ, ঠোঁটের চারপাশের কালো ও বাদামি দাগ ঢাকতে কনসিলার ব্যবহার করুন। ফেইস পাউডার বুলিয়ে নিন। এরপর হালকা পিচ ও গোলাপি রঙের ব্লাশন বুলিয়ে নিন। চোখে শ্যাডো ব্যবহার করুন শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে। চাইলে এটি বাদও দিতে পারেন। চোখের সৌন্দর্য বাড়াতে মোটা করে আইলাইনার দিতে ভুলবেন না। কাজল কালো চোখে একটু খানি কাজলও বুলিয়ে নিন। ঠোঁট রাঙিয়ে নিন ন্যুড কিংবা পছন্দের লিপস্টিকে। কপালে পরে নিন গোল, চন্দ্রাকৃতি কিংবা ত্রিকোণাকৃতির কোনো টিপ। ব্যস, হয়ে গেল সাজ। বন্ধুদের সঙ্গে ঘুরাঘুরি, ফ্যামিলি গেটটুগেদার ও লং ট্যুরে গেলে এমন হালকা মেকআপেই থাকতে পারেন। এতে সারাদিন অস্বস্তিতে পড়তে হবে না।

সন্ধ্যার সাজ: বসন্তের বিকাল-সন্ধ্যায় যারা বেড়াতে যাবেন, যাদের রাতের বিশেষ প্রোগ্রাম আছে তারা বেইজ মেকআপে ময়েশ্চারাইজার ব্যবহারের পর প্রাইমার ব্যবহার করুন। এরপর ফাউন্ডেশন ব্যবহার করুন। লুজ পাউডার বুলিয়ে, পিচ বা পিঙ্ক রঙের ব্লাশন দিন। চোখে মেকআপ করুন শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে। শাড়ি যদি হালকা রঙের হয়, তাহলে চোখে গাঢ় রঙের শ্যাডো ব্যবহার করুন। শাড়ি যদি জমকালো হয়, তাহলে চোখে হালকা রঙের শ্যাডো বুলিয়ে মোটা করে আইলাইনার দিতে পারেন। ভ্রুজোড়া মোটা করে এঁকে নিন। ঠোঁটে ম্যাট কিংবা গ্লসি দেখায় এমন  লিপস্টিক দিন।

ফুলে ফুলে: বসন্ত মানেই ফুলের সমারোহ। এদিনের সকাল সন্ধ্যার সাজে ফুল রাখুন। চুলের খোঁপায়, বেণিতে গাঁদা, জিপসি, গ্লাডিউলাস কিংবা পছন্দের যেকোনো ফুল গুঁজে দিন। চুল খোলা রাখতে চাইলে একপাশে সিঁথি কেটে কানের পেছনে ক্লিপ দিয়ে দু-তিনটি গোলাপ কিংবা রক্তজবা ফুল আটকে দেওয়ার পরামর্শ দিয়েছেন রূপবিশেষজ্ঞ শারমিন কচি। খোলা চুলের সঙ্গে কানের পাশে প্রিয় যেকোনো ফুল গুঁজে নিতে পারেন।

যদি কানের পাশে ফুল গুঁজতে না চান, তাহলে মাথায় ফুলের ক্রাউন পরে নিন। ডান হাতে পরে নিন ফুলের বালা। গাঁদা ফুলের ক্রাউন ও হাতের বালা বানাতে ৮০-১৫০ টাকার মতো খরচ হবে। চাইলে গাঁদা ফুল দিয়ে কানের দুল বানিয়েও পরতে পারেন। এলাকাভেদে ফুলের দাম ভিন্ন হতে পারে।

আরও পড়ুন

×