স্টোনহেঞ্জ ছিল সৌর ক্যালেন্ডার!

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২২ | ২১:১৩ | আপডেট: ০৬ মার্চ ২০২২ | ২১:১৩
শতাব্দীর পর শতাব্দী ধরে প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদরা স্টোনহেঞ্জের রহস্য খুঁজে বেড়াচ্ছেন। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে নতুন তথ্য। বলা হচ্ছে, স্টোনহেঞ্জ আসলে ছিল মাস ও দিনের হিসাব রাখার সৌর ক্যালেন্ডার।
নতুন এ গবেষণা করেছেন যুক্তরাজ্যের বোর্নমাউথ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক টিমোথি ডারভিল। বলা হয়েছে, স্টোনহেঞ্জে দুই ধরনের পাথর রয়েছে- লম্বা আকৃতির সরসেন স্টোন ও ছোট আকৃতির ব্লুস্টোন। খবর সিএনএনের।
প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির সবচেয়ে বাইরের দিকের বৃত্তটি তৈরি করা হয় সারি করে বসানো ৩০টি সরসেন স্টোন দিয়ে। এগুলোর ওপর সাজানো ছিল ৩০টি পাথর। মাসের ৩০ দিন গণনা করতেই সরসেন স্টোনগুলো ব্যবহার করা হতো। মাসে ৩০ দিন করে ধরলে ১২ মাসে ৩৬০ দিন হয়।
তবে অধিবর্ষ ছাড়া সৌরবছরে মোট দিনের সংখ্যা ৩৬৫। স্টোনহেঞ্জের বাইরের বৃত্তের ভেতরে পাঁচ জোড়া সরসেন স্টোন ঘোড়ার খুরের আকৃতিতে সারি করে বসানো ছিল। সেগুলো বাড়তি পাঁচ দিন গুনতে ব্যবহার করা হতো। এ ছাড়া বৃত্তের বাইরে চার কোনায় চারটি ছোট পাথর ছিল। অধিবর্ষের বাড়তি এক দিনের হিসাব রাখতেই ব্যবহার করা হতো ওই চার পাথর।
- বিষয় :
- সৌর ক্যালেন্ডার
- স্টোনহেঞ্জ
- প্রত্নতত্ত্ব