ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মহিষের হামলা থেকে বাঁচতে গাছে সিংহ

মহিষের হামলা থেকে বাঁচতে গাছে সিংহ

ছবি: ভিডিও থেকে নেওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২২ | ০১:০৪ | আপডেট: ১৬ মার্চ ২০২২ | ০১:০৪

যার ভয়ে এত দিন বুনো মহিষের পাল পালিয়ে বেড়াত, যার হামলায় বহু বুনো মোষের প্রাণ গেছে, এ বার তাকেই বাগে পেয়ে যেন ‘উচিত শিক্ষা’ দেওয়ার জন্য প্রস্তুত মোষের দল। সিংহটি ফাঁদে পড়ে মহিষের দলের কাছে যেন ‘প্রাণভিক্ষা’ চাইছে। শেষমেশ প্রাণ বাঁচাতে একটা গাছ বেয়ে উপরে ওঠার চেষ্টা করতে দেখা গেছে সিংহটিকে। তবে যত বারই উপরে ওঠার চেষ্টা করছে, তত বারই পড়ে যাচ্ছে। আর ততই ভয় পাচ্ছে সে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, কেনিয়ার মাসাই মারায় ‘পশুরাজ’-এর এমনই একটি দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। ডেইলি মেইল-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে এক দম্পতি এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছিলেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ভাইরাল হয়েছে।

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, যে গাছে পশুরাজ ওঠার চেষ্টা করছে, তার কয়েক হাত দূরেই শ’খানেক বুনো মহিষের একটি দল দাঁড়িয়ে। যেন শিকারিকে নাগালে পেলে ছিন্নভিন্ন করে ফেলবে!

ভিডিও দেখে অনেকে মজার মজার মন্তব্যও করেছেন। কেউ বলেছেন, ‘শক্ত করে গাছকে ধরে থাক সিম্বা। বাবা আসছে।’ কেউ আবার বলেছেন, ‘কখনও কখনও শিকারিকেও শিকার হতে হয়।’

আরও পড়ুন

×