শহরের আকর্ষণে পরিযায়ী পাখি

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ২০:৪৩ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ২০:৪৩
কিছু প্রজাতির পরিযায়ী পাখি বড় শহরের প্রতি ক্রমবর্ধমানভাবে আকৃষ্ট হচ্ছে। তবে এই অস্বাভাবিক অবস্থা তাদের জন্য মারাত্মক হতে পারে। কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির স্নাতকের ছাত্র আনা মোরালেস রেডিও রিসিভার দিয়ে বাতাসের তরঙ্গ পর্যবেক্ষণের সময় একটি বিশেষ শব্দ শুনে বিস্মিত হন।
এ ধরনের শব্দ তারা এর আগে আমেরিকার একটি ছোট বাদামি এবং সাদা দাগযুক্ত পাখির মুখে শুনেছিলেন। একই সংকেত কয়েক দিন আগে মোরালেসের হাতের রিসিভারে আসছিল কানাডার মন্ট্রিলের একটি পার্ক থেকে। খবর বিবিসির।
মনে হয়েছিল যে ট্রান্সমিটারটি সোয়াইনসন নামে একটি জীবন্ত পাখির সঙ্গে সংযুক্ত ছিল। সোয়াইনসন পাখি প্রতি শরতে উত্তরাঞ্চল থেকে মধ্য ও উত্তর-দক্ষিণ আমেরিকায় ছুটে যায়। কিন্তু কিছু পাখি মন্ট্রিলের মতো শহরগুলোতে এবং তার আশপাশে আশ্রয় নেয়।
এভাবে বিপুলসংখ্যক পরিযায়ী পাখি তাদের দীর্ঘ যাত্রায় সারাবিশ্বের শহরগুলোতে যায়। কেন তারা শহুরে অবস্থানে আসে, তা সব সময় স্পষ্ট নয়। তবে কোনো কোনোটি আলোর দ্বারা আকৃষ্ট হয়। আবার সোয়াইনসনের মতো পাখি শহরে পড়ে থাকা খাবার পছন্দ করছে বলে মনে হচ্ছে।
- বিষয় :
- পাখি
- পরিযায়ী পাখি
- শহরে পাখি
- পার্ক